এর পাশেই বসেছিলেন বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মডেল স্কুলের সহকারী শিক্ষক দেবশ্রী মণ্ডল। পাখিগুলোকে আটকে থাকতে দেখেই উদ্ধারের জন্য তিনি দমকল বাহিনীকে খবর দেন।
দমকল বাহিনীকে জানানোর কিছুক্ষণের মধ্যেই তারা দু’টি গাড়িতে সাইরেন বাজিয়ে ঘটনাস্থলে হাজির হন। গাড়ির সাইরেন শুনে পথচারীরা ভেবেছিলেন আগুন লেগেছে। উৎসুক জনতার ভুল ভাঙে লিচু গাছে আটকে থাকা পাখি দেখতে পেয়ে।
দমকল বাহিনীর কর্মীরা কোনো অবহেলা না করেই মই লাগিয়ে গাছে উঠে যান। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় দু’টিকে জীবিত উদ্ধার করেন তারা।
বিশ্ববিদ্যালয় ফায়ার স্টেশনের ইন্সপেক্টর হুমায়ুন কবীর বলেন, প্রাণ তো প্রাণই। সেটা মানুষ হোক বা অন্য কোনো প্রাণী হোক। আমরা বিষয়টি শুনার সঙ্গে সঙ্গেই কন্ট্রোল রুমকে জানাই। তারা আমাদের এখানে দ্রুত আসার নির্দেশ দেন।
দেবশ্রী মণ্ডল বলেন, জীববৈচিত্র্য রক্ষা করার দায়িত্ব আমাদের। পাখি উদ্ধারে সবার এমন অংশগ্রহণ মানবিক ও সচেতনতামূলক।
বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৮
আরবি/