ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

সৈয়দপুরে আহত চিল উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, মে ২৯, ২০১৮
সৈয়দপুরে আহত চিল উদ্ধার উদ্ধার হওয়া আহত চিল

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর শহরের বিমানবন্দর রোড এলাকা থেকে একটি আহত চিল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ মে) বিমানবন্দর রোডের নিচু কলোনির একটি টাওয়ারের নিচ থেকে চিলটি আহত অবস্থায় উদ্ধার করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেতুবন্ধন’র সদস্যরা।  

জানা যায়, ওই এলাকার রবিউল ইসলাম আকাশ ও নবাব নামে দুই যুবক মোবাইল টাওয়ারের নিচে পাখিটিকে পড়ে থাকতে দেখে।

পরে তারা প্রকৃতি ও পাখি নিয়ে কাজ করে এমন একটি স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেতুবন্ধন’কে খবর দেয়। তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আহত চিলটিকে উদ্ধার করে তারা। এসয়ম উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা মো. আলমগীর হোসেন ও যুগ্ম-সাধারণ সম্পাদক আহসান হাবিব জনি।

আহত পাখিটিকে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ডা. এনামুল হক চিলটির প্রয়োজনীয় চিকিৎসা দেন। চিকিৎসকের পরামর্শে ওষুধ খাওয়ানোসহ পাখিটির পরিচর্যার দায়িত্ব পালন করছে ‘সেতুবন্ধন’র সদস্যরা।  

পাখিটি এখন বেশ সুস্থ রয়েছে। এটিকে খুব তাড়াতাড়ি আকাশে ছেড়ে দেওয়া হবে বলেও জানা যায়।

২০১৩ সাল থেকে পাখি ও পরিবেশ সুরক্ষায় কাজ করছে ‘সেতুবন্ধন’ নামে সংগঠনটি। এসব কাজের স্বীকৃতি স্বরূপ ২০১৬ সালে বন ও পরিবেশ মন্ত্রণালয় থেকে পাখি সংরক্ষণে সম্মাননা পায় সংগঠনটি।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, মে ২৯, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।