মঙ্গলবার (৫ জুন) রাতে উপজেলার সীমান্তবর্তী ফকিরমোড়া এলাকা থেকে খাঁচাবদ্ধ অবস্থায় পাখিগুলো জব্দ করা হয়।
পাখিগুলোর মধ্যে চারটি বড় টিয়া, ছয়টি কাকাতুয়া ও ১৮টি বালিহাঁস জাতীয় বিরল প্রজাতির পাখি রয়েছে।
বুধবার (৬ জুন) ২৫ বিজিবি ব্যাটালিয়েনের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মো. শাহ আলী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, মঙ্গলবার রাতে ফকিরমোড়া সীমান্ত দিয়ে একদল পাচারকারী অবৈধভাবে ভারতের ত্রিপুরা রাজ্য থেকে তিনটি খাঁচায় ভরে পাখিগুলো বাংলাদেশে আনে। পরে সীমান্তে টহলরত বিজিবি সদস্যদের দেখে পাঁখিগুলো ফেলে রেখে পালিয়ে যায় পাচারকারীরা। পরে পাখিগুলো বিজিবি ক্যাম্পে রাখা হয়।
বিকেল সাড়ে ৩টার দিকে বনবিভাগের কর্মকর্তাদের মাধ্যমে পাখিগুলো গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে পাঠানো হয়েছে বলেও জানান বিজিবি’র এ কর্তকর্তা।
বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, জুন ০৬, ২০১৮
জিপি