ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

বদলগাছীতে ছাগল জন্ম দিলো ৮ বাচ্চা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, জুন ১৯, ২০১৮
বদলগাছীতে ছাগল জন্ম দিলো ৮ বাচ্চা  জন্ম নেওয়া আটটির মধ্যে বেঁচে থাকা ছয়টি ছাগলের বাচ্চা

নওগাঁ: নওগাঁর বদলগাছী উপজেলার মালঞ্চা গ্রামের একটি ছাগল আটটি বাচ্চা জন্ম দিয়েছে। মঙ্গলবার (১৯ জুন) সকালে বাচ্চাগুলোর জন্ম হয়।

ছাগলের মালিক ওই গ্রামের মৃত কাদেম আলীর ছেলে আনোয়ার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সকালে ছাগলটি পর্যায়ক্রমে আটটি বাচ্চা জন্ম দেয়।

এরমধ্য দুটি বাচ্চা জন্ম নেওয়ার দুই ঘণ্টা পর মারা যায়। বাকি ছয়টি বাচ্চা এখন জীবিত ও সুস্থ রয়েছে।

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জিয়াউল হক বাংলানিউজকে বলেন, এ রকম ঘটনা খুব কম ঘটে। সাধারণত একটি ছাগল চার থেকে পাঁচটি বাচ্চা প্রসব করে থাকে। তবে একটি ছাগল আটটি বাচ্চা জন্ম দেওয়ার বিষয়টি বিরল।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, জুন ১৯, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।