এলাকাবসীরা জানায়, কলাগাছিয়া এলাকার রেজাউল করিমের বাড়ির আশপাশে প্রায়ই বিষধর সাপের চলাচল চোখে পড়তো। স্থানীয় কয়েক যুবক সাপের চলাচল লক্ষ্য করে দেখে বসতঘরের দিকেই যাচ্ছে সাপগুলো।
এরপর রেজাউলের বাসার মেঝের একটি অংশ ভাঙা হলে সাপগুলো দেখতে পায় স্থানীয়রা। মেঝের মাটির নিচের একটা অংশজুড়ে ছিল সাপের বাসা। পরে সাপগুলোকে মেরে ফেলা হয়।
বাড়ির মালিক রেজাউল করিম বলেন, ‘আমার বাসায় ভেতরে এমন বিষধর সাপ বাসা বেধেছিল আমরা কেউ বুঝতে পারিনি। পরে স্থানীয়দের সহযোগিতায় সাপগুলো বের করে মেরে ফেলা হয়।
বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৮
আরএ