বুধবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার জানকিছড়ার লিচু বাড়ি এলাকা থেকে অজগরটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, লিচু বাড়ি এলাকায় মাঠের কাছে একটি ছাগলের চিৎকার শুনে ওই এলাকার কয়েকজন এগিয়ে দেখতে পান সাপটি ছাগলটিকে খাওয়ার জন্য পেচিয়ে রেখেছে।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল বাংলানিউজকে জানান, সাপটি ছাগল খাওয়ার উদ্দেশে এখানে আসে। অজগরটি ছাগলের সারা শরীর পেচিয়ে ফেলার কারণে ছাগলটি মারা গেছে। বর্তমানে সাপটি লিচু বাড়ি এলাকায় রাখা হয়েছে। উদ্ধার করা অজগরটি সুস্থ্য রয়েছে এবং বন বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী সাপটিকে বনে ছেড়ে দেওয়া হবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৮
এনটি