বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বাউফলের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিযুষ চন্দ্র দে।
তিনি জানান, দুপুরে বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উপজেলা বন বিভাগের ভারপ্রাপ্ত বন সংরক্ষক বেলায়েত হোসেন বাংলানিউজকে জানান, মেছো বাঘের শাবকগুলোর শারীরিক অবস্থা ভালো আছে, উর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এর আগে বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধানদী গ্রাম থেকে ওই শাবকগুলোকে উদ্ধার করা হয়। ধানদি গ্রামের সেকান্দার আলী বিশ্বাস বাড়ির বাগান পরিষ্কার করার কাজ চলছিল। এ সময় স্থানীয় যুবক মনির ওই শাবকগুলোকে দেখতে পায়। পরে কয়েকজন মিলে শাবকগুলোকে তারা ধরে ধানদী বাজারে নিয়ে আসে। যা দেখতে স্থানীয় উৎসুক লোকজন ভিড় জামায়। শাবকগুলোকে অনিরাপদ মনে করে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বনবিভাগ এগুলো নিয়ে যায়।
বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৮
এমএস/এএটি