ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

মৌলভীবাজার থেকে ‘মেছো বিড়াল’ উদ্ধার

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৮
মৌলভীবাজার থেকে ‘মেছো বিড়াল’ উদ্ধার উদ্ধারকৃত মেছো বিড়াল/ছবি: বাংলানিউজ

মৌলভীবাজারের সম্পাসি এলাকা থেকে একটি বিপন্ন প্রজাতির মেছো বিড়াল (Fishing Cat) আহতাবস্থায় উদ্ধার করা হয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা ও সেবা দেয়া হচ্ছে।

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন এটিকে উদ্ধার করে শ্রীমঙ্গলে তাদের বন্যপ্রাণী সেবাশ্রমে নিয়ে আসে।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বাংলানিউজকে জানান, মৌলভীবাজারের সম্পাসি গ্রামের ফজলু মিয়ার বাড়িতে মেছো বিড়ালটিকে আটক করা হয়।

পরে খবর পেয়ে সেখান থেকে বিড়ালকে উদ্ধার করা হয়।  
...
এলাকাবাসী জানায়, কয়েকদিন ধরে মেছা বিড়ালটি ফজলু মিয়াসহ এলাকার প্রায় ৪৮টি হাঁস-মুরগী সাবাড় করেছে। আরো একটি মেছো বিড়াল এলাকায় রয়েছে।  

মেছো বিড়ালটিকে আটকের সময় এ প্রাণীটি কিছুটা আহত হয়ে পড়ে। প্রয়োজনীয় সেবা-শুশ্রুষার পর তাকে অবমুক্ত করা হবে বলে জানান সজল দেব।  

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৮
বিবিবি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।