ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

মেলায় ‘বাঘ মাছ’, দাম দেড় লাখ টাকা!

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৯
মেলায় ‘বাঘ মাছ’, দাম দেড় লাখ টাকা! শ্রীমঙ্গলের মাছ মেলায় উঠেছে ‘বাঘাইড় মাছ’। ছবি: বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন

মৌলভীবাজার: পৌষসংক্রান্তি উপলক্ষে শ্রীমঙ্গলের মাছ বাজারে বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা। এই মেলায় উঠেছে দেড় মণ কেজি ওজনের বিশাল সাইজের বাঘাইড় মাছ। মাছটির দাম হাঁকা হচ্ছে দেড় লাখ টাকা। এক লাখ ২০ হাজার টাকা দামও উঠেছে মাছটির।

স্থানীয় ভাষায় মাছটির নাম ‘বাঘ মাছ’। বাজারে এই দুটো মাছকে বিক্রির জন্য রাখা হলে ক্রেতাসহ বিপুলসংখ্যক উৎসুক জনতা দেখতে আসছেন।

সোমবার বিকেলে (১৪ জানুয়ারি) শ্রীমঙ্গলের মাছের মেলা ঘুরে দেখা যায়, রুই, কাতল, মৃগেল, বোয়াল, চিতলসহ নানা প্রজাতির বড় আকারের মাছ উঠেছে। তবে দাম বেশ চড়া।  

মাছ ব্যবসায়ী মনসুর মিয়া বাংলানিউজকে বলেন, মাছের মেলা উপলক্ষে বাঘ মাছের দাম দেড় লাখ টাকা হেঁকেছি। আমার এ মাছটিই সবচেয়ে বড়। এর ওজন প্রায় ৬০ কেজি। ইতোমধ্যে মাছটি ১ লাখ ২০ হাজার টাকা দাম হয়েছে।  

শ্রীমঙ্গলের মাছ মেলায় উঠেছে ‘বাঘাইড় মাছ’উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শহিদুর রহমান সিদ্দিকী বাংলানিউজকে বলেন, বাঘাইড় বিপন্ন প্রজাতির বিশালাকার মাছ। এটির বাংলা নাম ‘দানব বাঘাইড়’। এর ইংরেজি নাম Giant devil catfish। মাছটি ‘ঘাঘট’ গোত্রের।  

তিনি আরো বলেন, মাছটি এখন আর তেমন একটা চোখে পড়ে না। বড় বড় নদীতেই পাওয়া যায়। তবে মাছের মেলা হলে উচ্চমূল্যে মাছটি বিক্রি হতে দেখা যায়। নদী সংলগ্ন মাছের আড়ৎ থেকে মাছ ব্যবয়াসীরা তা কিনে আনেন।  

শ্রীমঙ্গলের মাছ মেলায় আরও একটি ‘বাঘাইড় মাছ’ উঠেছে। এটি অপেক্ষকৃত সামান্য ছোট। ওজন ৪০ কেজি। এর দাম এক লাখ বিশ হাজার টাকা হাঁকছেন বিক্রেতা।  

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৯ 
বিবিবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।