ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

নওগাঁয় গন্ধগোকুল উদ্ধার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৯
নওগাঁয় গন্ধগোকুল উদ্ধার 

নওগাঁ: নওগাঁ সদর উপজেলায় একটি গন্ধগোকুল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার পিরোজপুর গ্রামের একটি জঙ্গল থেকে প্রাণীটি উদ্ধার করে এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, ‘সকালে হঠাৎ করে প্রাণীটি আমাদের চোখে পরে। এসময় আমরা এটিকে ধরে ফেলি।

এটিকে দেখতে কিছুটা কাঠবিড়ালির মতো। কিন্তু এটা কাঠবিড়ালির চেয়ে অনেক বড়। তবে বন্যপ্রাণীটিকে সঠিকভাবে কেউ চিন্তে পারছে না। এলাকাবাসীর দাবি বন্যপ্রাণীটিকে সঠিকভাবে সংরক্ষণ করা হোক। ’

এ বিষয়ে জানতে নওগাঁ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা উত্তম দাস সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাংলানিউজকে বলেন, প্রাণীটির নাম গন্ধগোকুল। এর আগেও নওগাঁর বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকটি গন্ধগোকুল উদ্ধার করা হয়েছে। সেগুলোকে আলতাদিঘি জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হয়। এটিকেও ছেড়ে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।