সোমবার (১১ মার্চ) মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাওয়া গেলো দুর্লভ একটি ফুল ‘বিউমনটিয়া’। এটি দেখতে সৌন্দর্যময়ী ও শ্বেতশুভ্রকায় সুগঠিত।
নিসর্গী ও লেখক মোকারম হোসেন ওই ফুল প্রসঙ্গে বাংলানিউজকে জানান, লাউয়াছড়া জাতীয় উদ্যানের এই বুনো ফুলটির নাম ‘বিউমনটিয়া’। তবে এটি ‘নেপাল ট্রাম্পেট ভাইন’ নামেও পরিচিত। এর বৈজ্ঞানিক নাম Beaumontia grandiflora।
তিনি আরও জানান, এ ফুলগুলো সিলেট ও চট্টগ্রামের পাহাড়ী জঙ্গলে জন্মে। তবে এই ফুলটি আমাদের ঢাকার রমনাপার্কেও রয়েছে। এটি বড় ধরনের চিরসবুজ কাষ্ঠল লতা। ফুলটি বৈচিত্র্য প্রসঙ্গে মোকারম হোসেন জানান, ফুল ফোটার মৌসুম বসন্ত এবং বর্ষা। পুষ্পবৃন্ত রোমশ। ফুল সাদা রঙের, সুগন্ধিযুক্ত ও বেশ বড়। ঘণ্টাকার ও মসৃণ। খাটো, ডান দিকে পাকানো।
ফুল ও ফল হয়ে থাকে আষাঢ় ও মাঘে। বীজচাপা ও গুচ্ছিত। বীজ ও কাটিং থেকে চারা তৈরি করা যায়। এই ফুলের গাছিটি চীন, ভারত, নেপাল ও মিয়ানমারে পাওয়া যায় বলেও জানান নিসর্গী ও লেখক মোকারম হোসেন।
বাংলাদেশ সময়: ০৮৫০ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
বিবিবি/এএটি