ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

শৈলকুপায় পিটিয়ে মারলো মেছো বাঘকে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
শৈলকুপায় পিটিয়ে মারলো মেছো বাঘকে পিটিয়ে মারা মেছো বাঘটি ধরে আছেন এক যুবক।

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় একটি মেছো বাঘকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (১৩ নভেম্বর) ভোরে উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের খন্দকবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানান, মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে ওই গ্রামের কালু নামের এক কৃষকের গোয়ালঘরে ঢুকে মেছো বাঘটি দুটি ছাগল মেরে ফেলে। এছাড়া মেছো বাঘটি গ্রামের বিভিন্ন এলাকায় হানা দেয়। রাতে তার বাড়িতে আবারও এসে মুরগির খোঁপে ঢোকে। বাড়ির লোকজন টের পেয়ে ধাওয়া করলে মেছো বাঘটি ঘরের পাশে জালে আটকা পড়ে। পরে গ্রামবাসী এসে বাঘটিকে পিটিয়ে হত্যা করে।

এই বিষয়ে খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা তন্ময় আচার্য্য বলেন, যেহেতু মেছো বাঘটিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এখন তো কিছু করার নেই। জীবিত থাকলে আমরা উদ্ধার করতে পারতাম।  

বন্যপ্রাণী হত্যা না করার জন্য গ্রামবাসীকে অনুরোধ জানান ওই কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।