ঢাকা: সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের পরিবেশ অধিদপ্তরে ‘জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা আন্তর্জাতিক কোর’ প্রতিষ্ঠার দাবিতে স্মারক লিপি দেওয়া হয়।
এর আগে কোয়ালিশন অব লোকাল এনজিওস বাংলাদেশ’র (সিএলএনবির) চেয়ারম্যান হারুনূর রশিদের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে হারুনূর রশিদ বলেন, ‘ডারবানে ২৮ নভেম্বর থেকে ৯ ডিসেম্বর জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে । ’ তিনি সেখানে ক্ষতিগ্রস্থ দেশগুলোকে নিয়ে বাংলাদেশের নেতৃত্বে ‘জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা আন্তর্জাতিক কোর’ প্রতিষ্ঠার প্রস্তাব ও উদ্যোগ গ্রহণ করার দাবি জানান।
‘কারণ, বাংলাদেশ ক্ষতিগ্রস্থ দেশ। আমরা এ সুযোগ হারালে অন্য দেশ এ সুযোগ নিতে পারে। ’
তার মতে, এজন্য সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে লবিং করতে পারে।
তাতে ২০২৫ সাল নাগাদ বাংলাদেশে আরো বেশি আন্তর্জাতিক সহযোগিতা পাবে বলে তিনি মনে করেন।
সিএলএনবি’র চেয়ারম্যান হারুনূর রশিদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১১