বুধবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার তিরনইহাট ইউনিয়নের ফকিরপাড়া এলাকা থেকে শুকুন পাখিটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, কয়েকজন ধান ক্ষেতে কাজ করতে গিয়ে ওই পাখিটিকে বাঁশঝাড়ে পড়ে থাকতে দেখে উদ্ধার করে বেঁধে রাখে।
আব্দুল জব্বার নামে একজন বাংলানিউজকে জানান, পাখিটির আকৃতি পাখা মেললে প্রায় চার ফুট প্রস্থের হবে। পাখিটি হয়তো ঘুরতে এসে অসুস্থ হয়ে পড়ে যায় বাঁশঝাড়ে।
তেঁতুলিয়া উপজেলা ফরেস্ট ডিপার্টমেন্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বাংলানিউজকে জানান, দুপুর থেকে বিষয়টি কেউ জানায়নি। খবর পাওয়ার পর সেখানকার ইউপি চেয়ারম্যানের সঙ্গে কথা বলে খবর নিচ্ছি। যদি সত্যিই পাখিটি বেঁধে রাখা হয় তবে আমরা তাকে উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
এনটি