ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

বন্যপ্রাণী শিকারের দায়ে তেঁতুলিয়ায় ২৩ জনকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
বন্যপ্রাণী শিকারের দায়ে তেঁতুলিয়ায় ২৩ জনকে জরিমানা

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বন্যপ্রাণী শিকার করার দায়ে ২৩ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৯ নভেম্বর) বিকেলে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ডাহুক ব্রিজ এলাকা থেকে দুটি খরগোশ ও একটি পিকআপ গাড়িসহ তাদের আটক করা হয়।

বনবিভাগ সূত্রে জানা যায়, রোববার দুপুরে রংপুর থেকে পিকআপ নিয়ে তপন কুমার নামে একজনের নেতৃত্বে একটি দল বন্যপ্রাণী শিকারের উদ্দেশ্যে বুড়াবুড়ি ডাহুক ব্রিজ সংলগ্ন চা-বাগানে আসে।

পরে দুটি খরগোশ আটক করে খাঁচায় রাখে। খরগোশ শিকারের বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে মুহূর্তে এলাকায় আশপাশের লোকজন জড়ো হয়। পরে স্থানীয়রা ঘটনাস্থলে এসে দুটি খরগোশসহ তাদের আটক করে বিষয়টি উপজেলা বন বিভাগকে জানায়।

খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা পুলিশের সহযোগিতায় ঘটনাস্থলে গিয়ে ওই ২৩ জনকে আটক করে। পরবর্তীতে খরগোশ শিকারের দায়ে ভ্রাম্যমাণ আদালতে তাদের এক হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল দেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল আলম।

বাংলাদেশ সময়: ০৬৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।