ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

পঞ্চগড়ে ১৪ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২০
পঞ্চগড়ে ১৪ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড কুয়াশাচ্ছন্ন সকাল। ছবি: বাংলানিউজ

পঞ্চগড়: দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার (৫ নভেম্বর) তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৫ ডিগ্রি অন্যদিকে গত বুধবার (৪ নভেম্বর) দিনের সর্বোচ্চ তাপমাত্রা সন্ধ্যা ৬টায় রেকর্ড করা হয় ২৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।

এদিকে সরেজমিনে সকাল থেকে উত্তরের হিমালয় থেকে বয়ে আসা পাহাড়ি হিমেল হাওয়ার সঙ্গে বেলা ১১টা পর্যন্ত বিভিন্ন এলাকায় কুয়াশা দেখা দিয়েছে।

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।