ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

শিকারির দেওয়া বিষে প্রাণ গেল ২২৮ ঘুঘু-কবুতরের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২১
শিকারির দেওয়া বিষে প্রাণ গেল ২২৮ ঘুঘু-কবুতরের মেরে ফেলা ঘুঘু ও কবুতর। ছবি: বাংলানিউজ

বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জ  উপজেলা সদরের উত্তর সরালিয়া গ্রামে বিষাক্ত খাবার খাইয়ে ২৮টি পোষা কবুতর ও ২শটি ঘুঘু মেরে ফেলা হয়েছে। কে বা কারা এই নারকীয় ঘটনা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাতে ক্ষতিগ্রস্ত নাছির উদ্দিন ফরাজী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগের পরেই বিষয়টি সবার সামনে আসে।

অভিযোগে তিনি উল্লেখ করেছেন, ঘুঘু শিকারের জন্য ছিটানো বিষাক্ত খাবার খাইয়ে কবুতরও মারা হয়েছে। এ ঘটনায় অন্তত ২শটি ঘুঘু মারা গেছে। এতে প্রকৃতির অপূরণীয় ক্ষতি হয়েছে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। অপরাধের ধরণ নতুন আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।  

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।