ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

কলাপাড়ায় শাপলাপাতা মাছ জব্দ করে মাটিচাপা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
কলাপাড়ায় শাপলাপাতা মাছ জব্দ করে মাটিচাপা

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় দুই মণ ওজনের একটি শাপলাপাতা মাছ জব্দ করে মাটিচাপা দিয়েছে স্থানীয় বনবিভাগ।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকালে কালাপাড়া পৌর শহরের মাছ বাজার থেকে মাছটি জব্দ করা হয়।

পরে কলাপাড়া (ভূমি) সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জগৎ বন্ধু মণ্ডলের নির্দেশে মাছটি মাটিচাপা দেওয়া হয়।  

স্থানীয়রা ও বন বিভাগ জানায়, সোমবার রাতে মৎস্য বন্দর মহিপুর থেকে এক মৎস্য ব্যবসায়ী মাছটি বিক্রি করতে নিয়ে আসে। মাছটি এক নজর দেখতে ভিড় জমায় স্থানীয় উৎসুক জনতা।

পরে সকালে বনকর্মীরা খবর পেয়ে মাছটিকে জব্দ করে। এ সময় মৎস্য ব্যবসায়ী সটকে পড়েন।

কলাপাড়া উপজেলা বন কর্মকর্তা আবদুস সালাম বলেন, শাপলাপাতা মাছ ধরা এবং বিক্রি সম্পূর্ণ অবৈধ। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মাছটি জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।