ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

কুয়াকাটা সৈকতে ভেসে এল মৃত ডলফিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২২
কুয়াকাটা সৈকতে ভেসে এল মৃত ডলফিন

পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে একটি মৃত ডলফিন ভেসে এসেছে।  

রোববার (২৩ জানুয়ারি) সকালের জোয়ারে মৃত ডলফিনটি সৈকতের পশ্চিম দিকের অংশে ভেসে এসে আটকা পড়ে।

উপকূলের জীববৈচিত্র্য নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশ বাংলাদেশের ইকো ফিশ-২ অ্যাকটিভিটির পটুয়াখালীর সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি জানান, ডলফিনটি সদ্য মৃত বলে মনে হচ্ছে। এর দৈর্ঘ্য ৪ ফুট ৫ ইঞ্চি। এর বাঁ পাশের পাখনাটি কেটে ফেলা হয়েছে। এটি ইরাবতী প্রজাতির ডলফিন।

জেলেদের জালে আটকা পড়ে ডলফিনটি মারা গেছে জানিয়ে সাগরিকা স্মৃতি বলেন, ডলফিনটি জালে আটকা পড়ার পর কোনো ধাতব দ্রব্য দিয়ে জাল কাটতে গিয়ে ডলফিনটির গায়ে আঘাত লেগেছে। ডলফিনটির গায়ে বেশ কয়েকটি কোপের আঘাত রয়েছে। তা ছাড়া কোপের আঘাতে এর বাঁ পাশের পাখনাটি পুরোপুরি কেটে বিচ্ছিন্ন হয়ে গেছে।

এ বছর কুয়াকাটা সৈকতে এই প্রথম মৃত ডলফিন ভেসে এল। গত বছর কুয়াকাটা সৈকতে ১৮টি মৃত ডলফিন ভেসে আসে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক বলেন, বন বিভাগকে বিষয়টি জানানো হয়েছে। তারা মৃত ডলফিনটিকে মাটিচাপা দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।