ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

বাগেরহাটে ৪২ কেজি হরিণের মাংস জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২২
বাগেরহাটে ৪২ কেজি হরিণের মাংস জব্দ

বাগেরহাট: বাগেরহাটের মোংলায় ৪২ কেজি হরিণের মাংস জব্দ করেছে কোস্টগার্ড।  

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (০৯ ফেব্রুয়ারি) সকালে মোংলা উপজেলার ডাংমারি এলাকায় অভিযান চালিয়ে এ মাংস জব্দ করে কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলার সদস্যরা।

জব্দকৃত মাংস পরে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সুন্দরবন পূর্ব বনবিভাগের ডাংমারি ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।

কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম মামুনুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪২ কেজি হরিণের মাংস জব্দ করা হয়েছে। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণ শিকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে ওই মাংস আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সুন্দরবন পূর্ব বন বিভাগের ডাংমারি ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ  সময়: ১৬২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।