ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

মাধবপুরের ৫ গ্রামে অভিযান, পাখি জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২২
মাধবপুরের ৫ গ্রামে অভিযান, পাখি জব্দ জব্দ করা পাখি।

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৫ গ্রামে অভিযান চালিয়ে ১৬টি পাখি জব্দ করেছে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তর।  

উপজেলাজুড়ে ৫টি গ্রামের প্রায় ৫শ মানুষ পাখি শিকারের সঙ্গে জড়িত রয়েছে বলে দপ্তরটির পক্ষ থেকে জানানো হয়েছে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) মাধবপুর উপজেলার বরুয়া, বেলঘর, কাশিমপুর, কমলপুর ও রামগর থেকে পাখিগুলো জব্দ করা হয়। অভিযানে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) হবিগঞ্জের একটি দল সহযোগিতা করে।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জের ফরেস্টার তোফায়েল আহমেদ চৌধুরী বাংলানিউজকে বলেন, ৫টি গ্রামে অভিযান চালিয়ে ১০টি ঘুঘু, ৩টি শালিক ও ৩টি ডাহুক উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) এগুলোকে প্রকৃতিতে অবমুক্ত করা হবে।  

তিনি আরও জানান, জব্দ হওয়া পাখিগুলো শিকারিদের পালিত। তারা এগুলোকে ব্যবহার করে প্রতিদিন পাখি শিকার করতেন। এ ৫টি গ্রামের অন্তত ৫শ মানুষ পাখি শিকারের সঙ্গে জড়িত বলেও তিনি জানিয়েছেন।  

বাংলাদেশ সময়: ০৮৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।