শেরপুর: শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় আনুমানিক ৩০ লাখ টাকা মূল্যের একটি জীবিত তক্ষকসহ দুই প্রতারককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)।
শনিবার (১৪ মে) বিকেলে উপজেলার ঘাগড়া তেঁতুলতলা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- ঢাকার মগবাজারের নয়াটোলা এলাকার মো. সিরাজুল করিম (৩৮) ও শেরপুর সদরের মির্জাপুর কান্দিপাড়া এলাকার মো. রফিকুল ইসলাম (৩৫)।
র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে র্যাবের একটি দল ঝিনাইগাতী উপজেলার ঘাগড়া তেঁতুলতলা বাজারস্থ সূচনা হার্ডওয়ার অ্যান্ড ভ্যারাইটিজ স্টোরের সামনে অভিযান চালায়। এসময় জীবিত একটি তক্ষকসহ তাদের হাতেনাতে আটক করা হয়।
স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, আটক ব্যক্তিদের তথ্যমতে উদ্ধার করা তক্ষকের আনুমানিক মূল্য প্রায় ৩০ লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, দীর্ঘদিন ধরে শেরপুর জেলার বিভিন্নস্থানে তক্ষক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলো এই চক্রটি। তাদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়ের করেছে।
বাংলাদেশ সময়: ০০৫৬ ঘণ্টা, মে ১৫, ২০২২
আরএ