ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

সবজি বাজার থেকে ‘আইড কেট স্ন্যাক’ উদ্ধার

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, জুলাই ৬, ২০২২
সবজি বাজার থেকে ‘আইড কেট স্ন্যাক’ উদ্ধার আইড কেট স্ন্যাক। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: সবজি বাজারের দোকান থেকে একটি আইড কেট স্ন্যাক উদ্ধার করেছে শ্রীমঙ্গলের বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

সূত্র জানায়, মঙ্গলবার (৫ জুলাই) রাতে সাপটি দেখতে পেয়ে ব্যবসায়ীরা বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেয়।

খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল নতুন বাজারে গিয়ে স্ন্যাকটি উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে নিয়ে আসেন।  

স্বপন দেব সজল জানান, ‘আইড কেট স্ন্যাক মৃদু বিষধর। সাপটির বৈজ্ঞানিক নাম Boiga siamensis. হঠাৎ করে সাপ দেখলে না মেরে বন বিভাগ ও বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।  

উদ্ধার করা স্ন্যাকটি বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে রাখা হয়েছে। বনবিভাগের নির্দেশনা মোতাবেক এটিকে পরে বনে অবমুক্ত করা হবে।                                      

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, জুলাই ০৬, ২০২২
বিবিবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।