ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

মোংলায় উদ্ধার ১১ ফুটের অজগর সুন্দরবনে অবমুক্ত

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, আগস্ট ২১, ২০২২
মোংলায় উদ্ধার ১১ ফুটের অজগর সুন্দরবনে অবমুক্ত

বাগেরহাট: বাগেরহাটের মোংলায় সুন্দরবন সংলগ্ন চিলা ইউনিয়নের উলুকাটা এলাকা থেকে ১১ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে। রোববার (২১ আগস্ট) সকালে সোহাগ শেখের বাড়িতে জাল দিয়ে অজগরটিকে আটক করেন স্থানীয়রা।

পরবর্তীতে দুপুরে প্রায় ২০ কেজি ওজনের অজগরটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়।

করমজল বন্য প্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন, খাবারের সন্ধানে অজগরটি বন সংলগ্ন লোকালয়ে এসে পড়েছিল। আমরা সেটিকে উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করেছি। অবমুক্ত করা অজগরটির আনুমানিক দৈর্ঘ্য প্রায় ১১ ফুট এবং ওজন ২০ কেজির কাছাকাছি।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, আগস্ট ২১, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।