ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

৯ ফুট বার্মিজ অজগর উদ্ধার করে টেংরাগিরি বনে অবমুক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২২
৯ ফুট বার্মিজ অজগর উদ্ধার করে টেংরাগিরি বনে অবমুক্ত

পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটা থেকে নয় ফুট দৈর্ঘ্যর একটি বার্মিজ অজগর উদ্ধার করেছে এনিমেল লাভার অফ পটুয়াখালী সংগঠনের সদস্যরা। পরে সেটি বন বিভাগের মাধ্যমে বরগুনার টেংরাগিরী বন্য প্রাণী অভয়াশ্রমে অবমুক্ত করা হয়।

শুক্রবার (০২ সেপ্টেম্বর) দুপুরে অজগরটি টেংরাগিরি বনে অবমুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকর্মী ও বন বিভাগ।

উদ্ধারকারীরা জানান, বৃহস্পতিবার বিকেলে আবদুল খালেক নামে এক কৃষক তার ধান ক্ষেতে সাপটি দেখতে পেয়ে জাল ফেলে সেটি ধরেন। পরে সন্ধ্যায় খবর পেয়ে পৌর শহরের খাজুরা এলাকার কৃষক আবদুল খালেকের বাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় কাজ করা এনিমেল লাভার অফ পটুয়াখালী নামে তরুণদের একটি সংগঠনের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাপটি উদ্ধার করেন।

উদ্ধারের পরে অজগরটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম বাংলানিউজকে জানান, শুক্রবার দুপুরে অজগরটিকে টেংরাগিরি বন্য প্রাণী অভয়াশ্রমে অবমুক্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।