ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

পদ্মায় মিলল রাসেল ভাইপার, গড়াইয়ে অবমুক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২২
পদ্মায় মিলল রাসেল ভাইপার, গড়াইয়ে অবমুক্ত

কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদীতে এক জেলের জালে ধরে পড়েছে একটি বিষধর সাপ রাসেল ভাইপার। পরে সাপটিকে গড়াই নদীর পাড়ে অবমুক্ত করেছে উপজেলা বন বিভাগের কর্মকর্তারা।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদীতে দোয়াড়ে দিয়ে মাছ ধরতে গিয়ে এ সাপ তার জালে আটকটা পড়ে।

এদিন সকাল ১১টার দিকে কুমারখালী উপজেলা বন কর্মকর্তা আরিফুল ইসলাম সাপটিকে উদ্ধার করে কুমারখালীর গড়াই নদীর সৈয়দ মাসুদ রুমী সেতুর (মীর মশারফ হোসেন সেতু) নিচে সাপটিকে অবমুক্ত করা হয়।

কুমারখালী উপজেলা বন কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে কুমারখালীর কয়া ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের জেলে শামীম হোসেনের জালে একটি অজাগর সাপ আটকা পড়েছে, এমন খবরের ভিত্তিতে সেখানে গিয়ে বিষধর সাপ রাসেল ভাইপারকে উদ্ধার করা হয়।

তিনি জানান, লোকালয় থেকে সাপটি উদ্ধার করে সৈয়দ মাসুদ রুমী সেতুর নিচে সাপটিকে অবমুক্ত করা হয়েছে।

জেলা বন কর্মকর্তা জি এম মোহাম্মদ কবির বলেন, ধারণা করা হচ্ছে, সাপটি ভারত থেকে পদ্মা নদী হয়ে এসেছে। উদ্ধার করার পর অবমুক্তকরণ করা হয়েছে। এতে আতঙ্কের কিছু নেই। সেটি অন্যত্র চলে যাবে।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।