ঢাকা: বৃষ্টিপাত বেড়ে গিয়ে তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
শনিবার (২২ অক্টোবর) এমন পূর্বাভাস দিয়ে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান জানিয়েছেন, আন্দামান সাগর এবং তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে নিম্নচাপ আকারে আজ (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টায় পূর্ব-মধ্যবঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরো ঘণীভূত হয়ে উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
এই অবস্থায় রোববার (২৩ অক্টোবে) সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও সিলেট বিভাগের দুই/এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সারাদেশে দিনের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সে. হ্রাস পেতে পারে। দেশের দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং উত্তরাঞ্চলে তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় উত্তর/উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ১০-১৫ কি.মি.।
আগামী দুইদিনে আবহাওয়ার পরিস্থিতির অবনতি হতে পারে। বর্ধিত পাঁচদিনে আবহাওয়ার পরিস্থিতির উন্নতি হতে পারে।
সাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রুপ নিলে নাম হবে সিত্রাং, নামটি থাইল্যান্ডের দেওয়া।
বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২২
ইইউডি/এএটি