ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

ফিচার

গুম নিখোঁজ

আবদুল হামিদ মাহবুব | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৭, এপ্রিল ২৯, ২০১২
গুম নিখোঁজ

ওরা বলেন নিখোঁজ তিনি
তারা বলেন গুম
আমরা সবে দেখেছি চেয়ে
বলাবলির ধুম।
 
কেউ বলেন জ্যান্ত পাবেন
কেউ বলেন পাবেন না
দেশের মানুষ বলছে কী যে
সেসব নিয়ে ভাবেন না!
 
লুনা আছেন অনেক আশায়
ফিরবে তার স্বামী
এই দুনিয়ায় স্ত্রীর কাছে
স্বামীই হলো দামী।


 
গুম নিখোঁজে করছে গরম
তারা তো রাজনীতি!
আমজনতার মনের ভিতর
জমছে কেবল ভীতি।

[email protected]

বাংলাদেশ সময় : ২০৫৫ ঘণ্টা, ২৯ এপ্রিল, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।