সাভার (ঢাকা): ঢাকার ধামরাইয়ে জীববৈচিত্র্য ও প্রকৃতির ভারসাম্য বজায়ে উপজেলার বিভিন্ন স্থানে পাখিদের অভয়াশ্রম গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন ঢাকা জেলা বিএনপি নেতা নাজমুল হাসান অভি।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের গাছে গাছে পাখিদের জন্য আরামদায়ক আবাসস্থল তৈরি করেন তিনি।
অভি ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
বিএনপি নেতা বাংলানিউজকে বলেন, শীতকালে শৈত্যপ্রবাহের কারণে পাখিদের নিরাপদ আবাসস্থলের অভাব হয়। অবাধ বৃক্ষনিধনের কারণে পাখিরা তাদের নিরাপদ আবাসস্থল হারিয়েছে এবং খাদ্য সংকটের কবলে পড়েছে। আমরা ধামরাই সরকারি কলেজ ছাত্রদলের সদস্যদের নিয়ে পুরো উপজেলায় পাখিদের অভয়াশ্রম ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবো। যার প্রথম ধাপ আজ।
অভি বলেন, বিএনপির পক্ষ থেকে সারা দেশ সুন্দর করে গড়ে তুলতে প্রয়োজনীয় সব কার্যক্রম পরিচালনা করা হবে। বিগত দিনে দেশ যে পরিস্থিতিতে পৌঁছেছে সে পরিস্থিতি থেকে উত্তরণে বিএনপি বদ্ধ পরিকর। শুধু দেশের জীব বৈচিত্র্য কিংবা পরিবেশ নয়, সব ভালো কিছুর সঙ্গে বিএনপি রয়েছে। তারই ধারাবাহিকতায় আজ এ কর্মসূচি পালন করা হলো। পর্যায়ক্রমে ধামরাই তথা সারা দেশে এর প্রসার ঘটবে।
এ সময় উপস্থিত ছিলেন- ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাশেদুল ইসলাম রাজু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রাশেদ মিয়া, ধামরাই পৌর ছাত্রদলের সাবেক সহ-প্রচার সম্পাদক শাহাদাত করিম রিফাত, পৌর ছাত্রনেতা আরিফ হোসেন রিজভীসহ আরও অনেকে।
বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৪
আরবি