ঢাকা, রবিবার, ২৯ চৈত্র ১৪৩১, ১৩ এপ্রিল ২০২৫, ১৪ শাওয়াল ১৪৪৬

ফিচার

ছবিতে আজকের ‘মার্চ ফর গাজা’

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৫
ছবিতে আজকের ‘মার্চ ফর গাজা’ ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির একাংশ/ছবি: বাংলানিউজ

ঢাকা: গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয় ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি।

সোহরাওয়ার্দী উদ্যানের পথে মিছিল/ছবি: শাকিল আহমেদ এতে সাধারণ জনতার পাশাপাশি অংশ নেন দেশবরেণ্য আলেম-উলামা ও রাজনৈতিক নেতারা।

 

ছবি: শাকিল আহমেদ

আজকের ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির ছবিগুলো তুলেছেন বাংলানিউজের সিনিয়র ফটো করেসপন্ডেন্ট দেলোয়ার হোসেন বাদল, জিএম মুজিবুর ও ফটো করেসপন্ডেন্ট শাকিল আহমেদসহ অন্যরা।

মিছিলে স্লোগান দিচ্ছেন এক তরুণ/ছবি: ডিএইচ বাদল

সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের সব এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
সোহরাওয়ার্দী উদ্যানে লাখো মানুষ/ছবি: শাকিল আহমেদ

মূল অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত হয়ে গাজার প্রতি সংহতি প্রকাশ করেন বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি, হেফাজতে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিশ, গণঅধিকার পরিষদসহ মূলধারার রাজনৈতিক দলগুলোর নেতা ও প্রতিনিধিরা।

মঞ্চে বিএনপি, জামায়াত, এনসিপি, লেবার পার্টি, ইসলামি দলসহ দেশের সব রাজনৈতিক দলের নেতাকর্মীরা/ছবি: ডিএইচ বাদল

বিএনপির পক্ষে সালাহউদ্দিন আহমেদ, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, জামায়াত ইসলামের হয়ে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, রফিকুল ইসলাম খান, নুরুল ইসলাম বুলবুল, শফিকুল ইসলাম মাসুদ, এনসিসির পক্ষে হাসনাত আবদুল্লাহ, গণঅধিকার পরিষদের পক্ষে নুরুল হক নুর, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।

মিছিলে লাখ মানুষ/ ছবি: ডিএইচ বাদল

বিকেল পৌনে ৪টায় এই কর্মসূচির মোনাজাত শুরু হয়ে ৪টায় শেষ হয়। মোনাজাত করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক।

মোনাজাত করছেন বিএনপি, জামায়াত, এনসিপি, লেবার পার্টি, ইসলামি দলসহ দেশের সব রাজনৈতিক দলের নেতাকর্মীরা/ছবি: জিএম মুজিবুর

এর আগে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সোহরাওয়ার্দীতে এ কর্মসূচির শুরু হয়।

মিছিলে পানি পান করানো হচ্ছে/ছবি: ডিএইচ বাদল

এরপর জনগণকে স্লোগানে উৎসাহ দেওয়ার পাশাপাশি বক্তব্য রাখেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ ও ইসলামিক ব্যক্তিত্ব ড. মিজানুর রহমান আজহারী।
বক্তব্য রাখছেন শায়খ আহমাদুল্লাহ/ ছবি: জিএম মুজিবুর

সোহরাওয়ার্দীতে মোনাজাত করলেন লক্ষাধিক মানুষ। মোনাজাতে তারা ফিলিস্তিনের মুক্তির জন্য দোয়া করেন।

অনেকে সোহরাওয়ার্দী উদ্যানে এভাবে যাচ্ছেন/ ছবি: জিএম মুজিবর

‘মার্চ ফর গাজা’ সমাবেশে যোগ দেওয়া মানুষের উপস্থিতিতে লোকে লোকারণ্যে হয় সোহরাওয়ার্দী উদ্যানসহ আশপাশের এলাকা।
লাখো মানুষ/ ছবি: জিএম মুজিবুর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় পা ফেলার জায়গা ছিল না। অনেকেই এসেছেন বিভিন্ন প্রতীক নিয়ে। মিছিলে অনেকেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ অন্যদের নিয়ে একাধিক স্লোগান দিতে দেখা যায়।

ছবি/ডিএইচ বাদল

সরেজমিনে দেখা যায়, দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ ছোট-ছোট মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে।
ছবি: ডিএইচ বাদল

শাহবাগ, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকা, মৎস্যভবন, দোয়েল চত্বরসহ বিভিন্ন এলাকায় মানুষকে দাঁড়িয়ে ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিতে দেখা যায়।
ছবি: ডিএইচ বাদল

তাদের স্লোগানে প্রকম্পিত হচ্ছে পুরো সমাবেশ এলাকা।  

ঢোল বাজিয়ে ফিলিস্তিনি শিশুর প্রতীকী লাশ নিয়ে প্রতিবাদ করতে দেখা গেছে।  ছবি: তৌহিদুল রহমান

এই সমাবেশে ঢোল বাজিয়ে ফিলিস্তিনি শিশুর প্রতীকী লাশ নিয়ে প্রতিবাদ করতে দেখা যায়।

ছবি: মেরাজ মাহমুদ ইফতি

এদিকে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির কারণে মেট্রো রেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ রয়েছে।
ছবি: মেরাজ মাহমুদ ইফতি

এ ছাড়া বিভিন্ন পয়েন্ট থেকে জনতার উপস্থিতির কারণে ঢাবিসহ সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশের সড়কগুলো যানজট সৃষ্টি হয়। রাজধানীর ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর ও শাহবাগ এলাকা ঘুরে যানজটের এমন চিত্র দেখা গেছে।  

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৫
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।