ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

ফিচার

ইতিহাসের এই দিনে

বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তম কুমারের প্রয়ান

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪০, জুলাই ২৪, ২০২৫
বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তম কুমারের প্রয়ান মহানায়ক উত্তম কুমার

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

বৃহস্পতিবার, ৯ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:
১২০৬ - কুতুবুদ্দিন আইবেক সিংহাসনে আরোহণ করেন।
১৫৩৪ - ফরাসি অভিযাত্রী কানাডায় তরী ভিড়িয়ে সেটিকে ফ্রান্সের অঞ্চল বলে ঘোষণা করেন।
১৮১৪ - ক্যালকাটা স্কুল সোসাইটি প্রতিষ্ঠিত হয়।
১৮২৩ - চিলিতে দাস প্রথা বিলুপ্ত হয়।
১৮৬১ - নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ প্রকাশের দায়ে পাদ্রি জেমস লং কারারুদ্ধ হন।
১৮৬৮ - মার্কিন বিজ্ঞানী ও গবেষক ‘জন ওয়েসলি হিট’ প্লাস্টিক তৈরীর জন্য নতুন ধরণের উপাদান তৈরী করতে সক্ষম হন।
১৮৭৯ - মি. ফিউরি কলকাতায় প্রথম বৈদ্যুতিক বাতি প্রদর্শন করেন।
১৯১১ - মার্কিন অভিযাত্রী পেরুর ষোড়শ শতকের ইনকা সভ্যতার অন্যতম প্রতীক মাচু পিচু শহর আবিষ্কার করেন।
১৯২১ - ফিলিস্তিন, ইরাক, ও পূর্ব জর্দান বৃটিশদের অধীনে এবং সিরিয়া ও লেবানন ফরাসী সরকারের অধিনে চলে আসে।
১৯৩২ - কলকাতায় রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান স্থাপিত হয়।
১৯৩৩ - ২৭ বছর ধরে ধারাবাহিক প্রচারিত নাটক ‘দ্য রোমাঞ্চ অব হেলেন ট্রেন্ট’-এর প্রথম পর্ব প্রচারিত হয়।
১৯৪৪ - দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে বৃটিশ বিমান বাহিনী জার্মানীর হামবুর্গ বন্দরে নজিরবিহীন ও ভয়াবহ বোমা বর্ষণ করে।
১৯৪৬ - সমুদ্র তলদেশে প্রথম পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটানো হয়।
১৯৭৬ - ঢাকায় প্রেসিডেন্টের গার্ড রেজিমেন্ট প্রতিষ্ঠিত হয়।
১৯৮৫ - অত্যন্ত ব্যয়বহুল ওয়াল্ট ডিজনির ‘দ্য ব্ল্যাক কলড্রন’ সিনেমা হলে মুক্তি পায়।
১৯৮৬ - এডিনবয়ায় কমনওয়েলথ গেমস শুরু। ৩১ টি দেশের ক্রিড়া বর্জন।

জন্ম:
১৭৮৩ - ভেনেজুয়েলার মুক্তি সংগ্রামী সিমন্ বোলিভার।
১৮০২ - আলেক্সাঁদ্র দ্যুমা, বিখ্যাত ফরাসি ঔপন্যাসিক।
১৮৯৮ - ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।
১৯৭৫ - অরুণাচল বসু একজন বাঙালি কবি এবং অনুবাদক।
১৮৫৭ - ডেনমার্কের নোবেলজয়ী লেখক হেইনরিখ পন্টোপিডান।
১৯৬৯ - মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী জেনিফার লোপেজ।

মৃত্যু:
১৮৭০ - কালীপ্রসন্ন সিংহ, ঊনবিংশ শতকের একজন সাহিত্যকার।
১৯৭৪ - নোবেলজয়ী ব্রিটিশ পদার্থবিদ স্যার জেমস চ্যাডউইক।
১৯৮০ - উত্তম কুমার, বাংলা চলচ্চিত্রের জনপ্রিয়তম নায়ক।
১৯৮০ - সমাজবিজ্ঞানী ও সাহিত্য-সমালোচক বিনয় ঘোষ।
১৯৮৬ - নোবেলজয়ী মার্কিন জীবরসায়নবিদ ফিৎস লিপম্যান।
১৯৯১ - নোবেলজয়ী সুইডিশ ঔপন্যাসিক আইজাক সিঙ্গার।
১৯৯৯ - আটত্রিশ বছর শাসনের পর মরোক্কোর বাদশাহ হাসান।
২০০০ - আহমাদ সামলো, তিনি ছিলেন ইরানি কবি ও সাংবাদিক।
২০১২ - জন আটা মিলস, তিনি ছিলেন ঘানার আইনজীবী, রাজনীতিবিদ ও ৩য় প্রেসিডেন্ট।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।