ঢাকা, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

ফিচার

কাজী মোতাহার হোসেন জন্মেছিলেন এই দিনে

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১০, জুলাই ৩০, ২০২৫
কাজী মোতাহার হোসেন জন্মেছিলেন এই দিনে

পৃথিবীর ইতিহাসে ৩০ জুলাই তারিখে ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা, জন্মেছেন ও প্রয়াত হয়েছেন ইতিহাসখ্যাত বহু ব্যক্তি। বিশ্ব রাজনীতি, বিজ্ঞান, সাহিত্য ও সংস্কৃতির পটভূমিতে এ দিনটি নানা কারণে স্মরণীয়।

নিচে ৩০ জুলাইয়ের ঐতিহাসিক ঘটনাগুলো সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হলো।

ঘটনাবলি

৭৬২ সালে আব্বাসীয় খলিফা আল-মনসুর তিগরিস নদীর তীরে বাগদাদ শহর প্রতিষ্ঠা করেন, যা পরে ইসলামি সভ্যতার কেন্দ্রস্থল হয়ে ওঠে।

১৫০২ সালে ইতালীয় অভিযাত্রী ক্রিস্টোফার কলম্বাস তার চতুর্থ অভিযানে হন্ডুরাসের উপকূলে পৌঁছান।

১৬২৯ সালে ইতালির নেপলসে ভয়াবহ ভূমিকম্পে প্রায় ১০ হাজার মানুষের মৃত্যু ঘটে।

১৯১৪ সালে ইউরোপে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ, যা বিশ্ব রাজনীতির মোড় ঘুরিয়ে দেয়।

১৯৩৫ সালে পেঙ্গুইন বুকস তাদের প্রথম পেপারব্যাক বই প্রকাশ করে, যা সস্তায় বই পড়ার বিপ্লব ঘটায়।

১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রের মেরিনার ৬ নভোযান মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে প্রথম ছবি পাঠায়।

১৯৮০ সালে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশ ভানুয়াতু স্বাধীনতা অর্জন করে।

১৯৯৮ সালে জাপানে কাইজো ওবুচি প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

জন্মদিন

১৮১৮ সালে জন্মগ্রহণ করেন ঔপন্যাসিক এমিলি ব্রন্টি।  

১৮৬৩ সালে জন্ম নেন হেনরি ফোর্ড, যিনি অটোমোবাইল বিপ্লবের পথিকৃৎ।

১৮৮৭ সালে জন্ম নেন বিজ্ঞানী, সাহিত্যিক ও শিক্ষাবিদ কাজী মোতাহার হোসেন।

১৮৯৩ সালে জন্মগ্রহণ করেন ফাতেমা জিন্নাহ। তিনি পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর বোন এবং প্রভাবশালী রাজনীতিবিদ।

১৯৪৭ সালে জন্ম হয় অস্ট্রিয়ান-মার্কিন অভিনেতা ও রাজনীতিক আর্নল্ড শোয়ার্জনেগারের।

১৯৭০ সালে জন্মগ্রহণ করেন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ক্রিস্টোফার নোলান।

১৯৭৩ সালে জন্ম নেন ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম।

১৯৭৫ সালে জন্মগ্রহণ করেন বাংলাদেশি অভিনেত্রী ও উপস্থাপিকা তাজিন আহমেদ।

১৯৯৬ সালে জন্ম নেন বাংলাদেশি গায়িকা সাবরিনা পড়শী।

মৃত্যুবার্ষিকী

১৬২৩ সালে মৃত্যুবরণ করেন হিন্দি সাহিত্যের প্রবাদপ্রতিম কবি তুলসীদাস, যিনি রামচরিতমানস রচনা করেন।

১৮৯৮ সালে প্রয়াত হন আধুনিক জার্মানির স্থপতি ও প্রথম চ্যান্সেলর অটো ফন বিসমার্ক।

১৯৮৭ সালে মারা যান খ্যাতনামা সাহিত্যিক বিভূতিভূষণ মুখোপাধ্যায়।

২০০৭ সালের এই দিনে মৃত্যু হয় দুই কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক—সুইডেনের ইংমার বারিমান ও ইতালির মিকেলাঞ্জেলো আন্তোনিওনির।

আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।