ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

ফিচার

ইতিহাসে এই দিন ১৮ নভেম্বর, বৃহস্পতিবার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:১০, নভেম্বর ১৮, ২০১০
ইতিহাসে এই দিন ১৮ নভেম্বর, বৃহস্পতিবার

ঘটনা
১৭২৭ সালে মহারাজা দ্বিতীয় জয় সিং রাজস্থানের জয়পুর শহর পত্তন করেন। এই শহরের নকশা করেন বাংলার বিদ্যাধর চক্রবর্তী।


১৮৪৩ সালে সা সুসি রঙ্গমঞ্চে ‘হ্যান্ডসাম হাজব্যান্ড’ নাটকের অভিনয় চলাকালে তৎকালীন কলকাতার অন্যতম শ্রেষ্ঠ ও জনপ্রিয় মঞ্চাভিনেত্রী মিসেস লিচ অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করেন।
১৮৫৭ সালে চট্টগ্রামে ৩৪ দেশীয় পদাতিক বাহিনীর সিপাহিদল বিদ্রোহ করে।
১৯৪৮ সালে ভারতের পাটনার কাছে গঙ্গায় নৌকাডুবিতে ৫০০ যাত্রীর সলিল সমাধি।

ব্যক্তি
১০৫৩ সালে অতীশ দীপঙ্করের মৃত্যু [অনুমিত]।
১৭৭৭ সালে জার্মান নাট্যকার হিনরিখ ফন কিশের মৃত্যু।
১৯২২ সালে ফরাসি ঔপন্যাসিক মারসেল প্রুস্তর মৃত্যু।
১৯৪১ সালে নোবেলজয়ী [১৯২০] জার্মান রসায়নবিদ হেরমান নের্নস্টের মৃত্যু।
১৯৫২ সালে ফরাসি কবি পল এল্যুয়ারের মৃত্যু।

বাংলাদেশ স্থানীয় সময় ০০১৫, নভেম্বর ১৮, ২০১০               

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।