ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

ফিচার

ফেসবুক বন্ধ রাখলেই ২০০ মার্কিন ডলার দেবে বাবা!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৪, ফেব্রুয়ারি ৭, ২০১৩
ফেসবুক বন্ধ রাখলেই ২০০ মার্কিন ডলার দেবে বাবা!

ঢাকা: ফেসবুক ডিএকটিভেট করে যদি আয় করা যায় তাহলে ব্যাপারটা কেমন হয়? রিচেল বেইয়ার এই দলেরই একজন।

১৪ বছরের এই কিশোরী তার বাবার সাথে চুক্তি করেছে যে সে পাঁচমাস ফেসবুক বন্ধ রাখবে এবং এর জন্য তাকে ২০০ মার্কিন ডলার দিতে হবে।

এই ব্যাপারে বাবা মেয়ে দুজনেই লিখিত চুক্তি সাক্ষর করেছে। তাতে লেখা ছিল যদি রিচেল আগামী এপ্রিল পর্যন্ত বন্ধ রাখে তাহলে তাকে ৭০ ডলার ও যদি জুন পর্যন্ত বন্ধ রাখলে বাকি ১৫০ মার্কিন ডলার দেয়া হবে।

রিচেলের বাবা পল বেইয়ার জানান, পুরো পরিকল্পনাটাই রিচেলের। তার টাকার খুব প্রয়োজন ছিল এবং সময়ে যথাযথ চাকরি না পাওয়াতে হতাশায় ভুগছিল।

রিচেল তার বাবার কাছে প্রথমে ৭০ মার্কিন ডলারের জন্য আবেদন করে কিন্তু বুদ্ধিমতি রিচেল ২০০ মার্কিন ডলারের অনুদানের আশা  নিয়ে ফেরে।

বাংলাদেশ সময়: ২০১২ ঘন্টা, ০৭ ফেব্রুয়ারি, ২০১৩
সম্পাদনা: সানজিদা সামরিন ও শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, [email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।