ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

ফিচার

বিক্ষোভ দমাতে নারী পুলিশের ‘গ্যাংনাম’ নাচ!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৬, মে ২, ২০১৩
বিক্ষোভ দমাতে নারী পুলিশের ‘গ্যাংনাম’ নাচ!

ঢাকা: দক্ষিণ কোরিয়ার গায়ক সাই’র অভিনব নাচুনি ‘গ্যাংনাম স্টাইলে’ মাতোয়ারা সারা বিশ্ব। জাতিসংঘ মহাসচিব বান-কি মুন থেকে শুরু করে বিশ্বের প্রায় সবাই কোন না কোন কারণে গ্যাংনাম স্টাইলে নেচে আনন্দ প্রকাশ করেছে।



কিন্তু খোদ ‘গ্যাংনাম’ থেকেও অভিনব হলো এর প্রয়োগ। বিক্ষোভকারীদের মনে বিনোদন যুগিয়ে তাদের দমিয়ে রাখতে একদল নারী পুলিশ সদস্য গ্যাংনাম স্টাইলে নাচলেন।

এমন অভিনব ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ার সুরাবায়া শহরের পূর্ব জাভা দ্বীপে। বুধবার মে দিবস উপলক্ষ্যে বিক্ষোভকারীদের শান্ত রাখতে একদল নারী পুলিশ ‘গ্যাংনাম’ স্টাইলে নেচে উপস্থিত বিক্ষোভকারীদের থমকে দেন।

আর কিসের বিক্ষোভ! প্রায় ৮০ জন নারী পুলিশ সদস্য ‘গ্যাংনাম’ স্টাইলে নাচ শুরু করলে উপস্থিত বিক্ষোভকারীরাও আনন্দে উল্লসিত হয়ে ওঠেন। প্রায় ৫০০০ বিক্ষোভকারী পুলিশের ইউনিফর্ম, সানগ্লাস ও টুপি পরে তাদের সঙ্গে নাচে যোগ দেন।

এ ব্যাপারে স্থানীয় নারী পুলিশের শীর্ষ কর্মকর্তা ইলি ওয়াহিউনিংতিয়াস সংবাদ মাধ্যমকে বলেন, “আমাদের নাচ শুরুর সঙ্গে সঙ্গে উল্লসিত হয়ে ওঠে বিক্ষোভকারীরা, তারা অনেক খুশি ছিল। তাদের উল্লসিত হতে দেখে খুব ভালো লাগছিল আমাদেরও। ”

তিনি আরও বলেন, “আমরা তিন দিন নাচটি অনুশীলন করেছি। আমি মনে করি এটি বিক্ষোভকারীদের শান্ত ও খুশি রাখতে সাহায্য করেছে। ”

নাচের সময় বিক্ষোভকারীরা খুব সুশৃঙ্খল ছিল বলেও জানান পুলিশ কর্মকর্তা ইলি।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে ইউটিউবে প্রকাশিত দক্ষিণ কোরিয়ান গায়ক সাই’র ‘গ্যাংনাম স্টাইল’ গানটি সারা বিশ্বকে ‘গ্যাংনাম’ জ্বরে মাতিয়ে রাখে।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, মে ০২, ২০১৩
সম্পাদনা: আশুরা জামান ও হুসাইন আজাদ, নিউজরুম এডিটর[email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।