ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

ফিচার

বাংলানিউজের সংবাদে রুটি মেকার নিয়ে ব্যাপক সাড়া

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩১, সেপ্টেম্বর ২৯, ২০১৩
বাংলানিউজের সংবাদে রুটি মেকার নিয়ে ব্যাপক সাড়া

যশোর: ‘দুই সেকেন্ডে রুটি তৈরি কবীরের মেশিনে’ বাংলানিউজে এ সংবাদ প্রকাশের পর ব্যাপক সাড়া পড়েছে। অসংখ্য মানুষ এ প্রতিবেদন পড়ে রুটি মেকার সম্পর্কে কৌতুহলী হয়েছেন।

তারা মেশিনটি সংগ্রহের আগ্রহ প্রকাশ করে কবীরের কারখানার ঠিকানাও জানতে চেয়েছেন।

বাংলানিউজের ঢাকা অফিস, যশোর করেসপন্ডেন্ট ও ‘লাইবা রুটি মেকারের’ আবিষ্কারক হুমায়ুন কবীরের সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগ করেছেন অসংখ্য পাঠক। জানিয়েছেন তাদের কৌতুহলের কথা।  

এদিকে, প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পর গত দু’দিনে ফেসবুকে এটি ৩ সহস্রাধিক বার শেয়ার হয়েছে এবং তা অব্যাহত রয়েছে।

প্রতিবেদনটি প্রকাশ হওয়ার পর অভাবনীয় সাড়ায় বাংলানিউজের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন হুমায়ুন কবীর। তিনি জানান, প্রতিবেদনটির কারণে বহু মানুষের মাঝে এ রুটি মেকার মেশিন নিয়ে কৌতুহলের সৃষ্টি হয়েছে। অনেকে বাংলানিউজ অফিসের মাধ্যমে তার ফোন নম্বর সংগ্রহ করে তাকে ফোনও করেছেন। আর ফেসবুকে প্রতিবেদনটি এতোবার শেয়ার হওয়ায় অভিভূত হয়েছেন তিনি।

হুমায়ুন কবীর আরও জানান, এই রুটি তৈরির মেশিন সম্পর্কে বিস্তারিত জানতে  “Laaibah Ruti Maker” লিখে গুগলে (www.google.com) সার্চ দিলে তথ্য পাওয়া যাবে।

এছাড়া ফেসবুকেও (www.facebook.com) এই  “Laaibah Ruti Maker” নামে একটি পেজ খোলা হয়েছে।

এমনকি www.bikroy.com, এ সার্চ  করলেই এর লেটেস্ট মডেল সম্পর্কে জানা যাবে। আবার ই-মেইলের মাধ্যমেও যোগাযোগ করা যাবে, ই-মেইল ঠিকানা [email protected].

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৩
পিসি/এএসআর/আরকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।