ঢাকা, শনিবার, ১৪ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

ফিচার

দক্ষ নেতৃত্ব গড়তে চট্টগ্রামে বিওয়াইএলসি’র বুটক্যাম্প

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৬, অক্টোবর ৩, ২০১৩
দক্ষ নেতৃত্ব গড়তে চট্টগ্রামে বিওয়াইএলসি’র বুটক্যাম্প

চট্টগ্রাম: তরুণদেরকে যোগ্য নেতা হিসেবে গড়ে তুলতে শনিবার বন্দরনগরী চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে লিডারশীপ বুটক্যাম্প-২০১৩। তিনদিনব্যাপী ওই কর্মশালায় নেতৃত্বের কলাকৌশলসহ বিভিন্ন বিষয় শিক্ষা দেয়া হবে।

নগরীর কাজিরদেউরীতে অবস্থিত ব্র্যাক লার্নিং সেণ্টারে শনিবার শুরু হওয়া এ কর্মশালায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৯শ’ জন শিক্ষার্থী অংশ নেবে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চট্টগ্রামে প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে কর্মশালার বিষয়ে আয়োজক সংস্থা বাংলাদেশ ইয়ুথ লিডারশীপ সেণ্টারের (বিওয়াইএলসি) প্রতিষ্ঠাতা ও সভাপতি ইজাজ আহমেদ জানান, নেতৃত্বের গুণাবলীর সমন্বয় সাধন, যোগাযোগ দক্ষতা বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে শিক্ষার্থীদের যোগ্য ও দক্ষ করে তুলতেই ইয়ুথ লিডারশীপ বুটক্যাম্প-২০১৩ আয়োজন করা হয়েছে।

তিনি বলেন,‘বাংলাদেশের চলমান শিক্ষা ব্যবস্থা তরুণদেরকে নেতৃত্বের কার্যকরী প্রশিক্ষণের অভাবে শিক্ষার্থীরা নিজেদের ক্যারিয়ারে সফল হতে যথাযথভাবে প্রস্তুত হয়ে উঠতে পারে না। তরুণদেরকে যোগ্য নেতৃত্ব হিসেবে গড়ে তুলতে ঢাকার বাইরে প্রথমবারের মতো চট্টগ্রামে এ বুটক্যাম্পের আয়োজন করা হয়েছে। ’

ইজাজ আহমেদ বলেন,‘এই ক্যাম্পে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নিজেদের নেতৃত্ব ও দলবদ্ধ কাজের গুণাবলীকে কাজে লাগিয়ে যাতে কর্মক্ষেত্রে তা প্রয়োগ করতে পারে সে বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। যাতে তারা নিজেরা সফল হওয়ার পাশাপাশি দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। ’

সংবাদ সম্মেলনে জানানো হয়, কর্মশালার প্রথমদিন শনিবার নেতৃত্ব বিষয়ক বিভিন্ন উদ্দীপনাময় সেশনের মাধ্যমে নেতৃত্বের কলাকৌশল উপস্থাপন করা হবে। দ্বিতীয়দিন রোববার থাকছে সরকারি-বেসরকারি বিভিন্ন শীর্ষ প্রতিষ্ঠান পরিদর্শন। সমাপনী দিন সোমবার প্রশিক্ষণে শিক্ষালব্দ জ্ঞানের সাথে নিজের লক্ষ্যকে সমন্বয় করে সামনের দিকে এগিয়ে যাওয়ার সঠিক পন্থা শিক্ষা দেয়া হবে।

বুটক্যাম্পের সমাপনী দিনে মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা, বাংলাদেশে জাতিসংঘের সমন্বয়কারী নিলওয়াকার উপস্থিত থাকার কথা রয়েছে।

সংবাদ সম্মেলনে ‍আবাসন প্রতিষ্ঠান ইক্যুয়িটি প্রোপার্টি অ্যান্ড ম্যানেজমেন্ট লিমিটেডের ড. মইনুল ইসলাম মাহমুদ, দৈনিক আজাদীর ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদ মালেক বুটক্যাম্পের মাধ্যমে তরুণদেরকে দক্ষ ও যোগ্য নেতা হিসেবে গড়ে তুলতে কাজ করায় বিওয়াইএলসিকে ধন্যবাদ জানান।

এসময় অন্যদের মধ্যে বিওয়াইএলসি‘র প্রজেক্ট ম্যানেজার আবদুল্লাহ নায়েফী উপস্থিত ছিলেন। ঢাকাস্থ মার্কিন দূতাবাসের পৃষ্টপোষকতায় এ কর্মশালায় সহযোগিতা করছে আরএসআরএম, ইক্যুয়িটি প্রোপার্টি অ্যান্ড ম্যানেজমেন্ট লিমিটেড, গ্রীণ ডেল্টা ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড এবং ইউসিবি ব্যাংক লিমিটেড।

এছাড়া দ্য পেনিনসুলা চিটাগং এর হসপিটালিটি সহায়তায় মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দৈনিক আজাদী।

বাংলাদেশ সময়: ১২ ৪৭ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৩

এমবিএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।