ঢাকা, বৃহস্পতিবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

ফিচার

দেড়শ বছরের ঐতিহ্যবাহী গরুদৌড়

আশরাফুল আলম লিটন, মানিকগঞ্জ প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫০, জানুয়ারি ১৬, ২০১১
দেড়শ বছরের ঐতিহ্যবাহী গরুদৌড়

প্রতি বছরের মাঘ মাসের প্রথম রোববার থেকে মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের মানতা গ্রামের হাজার হাজার মানুষ এক উৎসবে মেঠে ওঠেন। বছরের এই দিনটিতে তারা গ্রামের স্কুল মাঠে আয়োজন করেন গরুদৌড়ের।

প্রায় দেড়শ বছর ধরে অনুষ্ঠিত এই গরুদৌড়কে কেন্দ্র করে ১০ দিনব্যাপী মেলার আয়োজন করেন মানতাসহ আশপাশের ঘোস্তা, দিঘুলিয়া, শিমুলিয়া আর বরুনার গ্রামবাসীরা। মেলাকে কেন্দ্র করে গ্রামের প্রতিটি বাড়িতে সাজ সাজ রব পড়ে যায়। এই মেলা উপলে গ্রামের প্রত্যেক বাড়িতে ছেলে আর মেয়ের শ্বশুরবাড়ির অতিথিরা ভিড় জমান। পিঠা-পায়েস আর খেজুর রস দিয়ে আপ্যায়ন করা হয় অতিথিদের।

মেলা কমিটির আহ্বায়ক হোসেন মাস্টার জানান, দেড়শ বছর ধরে এই গ্রামে গরুদৌড়ের আয়োজন করা হয়। আর একে ঘিরেই অনুষ্ঠিত হয় মেলা।   মেলাটি গ্রামবাংলার লোকজ ঐতিহ্য বহন করে। জেলার বিভিন্ন গ্রাম থেকে গরু আনা হয় দৌড়ের জন্য। তাদের প্রশিক্ষণ দিয়ে তৈরিও করা হয়। আর এতে অংশগ্রহণকারী প্রত্যেককেই পুরুস্কার প্রদান করা হয়। তাছাড়া ১০ দিনব্যাপী এই মেলায় যাত্রা, জারি, সারি, বাউল গানসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

খাবাশপুর গ্রামের মঙ্গল বেপারীর ছেলে বুদ্ধু মিয়া জানান, দাদার আমল থেকে আমরা এখানে গরুদৌড়ে অংশগ্রহণ করি। একে কেন্দ্র করে এখানে হাজার হাজার মানুষের আগমন ঘটে। এটি তখন একটি নির্মল উৎসবে পরিণত হয়। আমাদের দেশীয় সংস্কৃতি তার ঐতিহ্য হারিয়ে ফেলেছে। এই দিনটিতে মানুষ তার হারানো ঐতিহ্য ফিরে পায়।

মানতা গ্রামের আলী আজম জানান, মেলার শুরুটা কেউ ভালোভাবে বলতে পারেন না। তবে লোকমুখে শোনা যায়, এই গ্রামে শাহ কানু প্রামানিক নামে একজন আধ্যাত্মিক সাধক ছিলেন। তার মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে প্রতি বছর একটি ওরশ হয়। আর এই ওরশকে কেন্দ্র করেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময় ২০৪০, জানুয়ারি ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।