প্রতি বছরের মাঘ মাসের প্রথম রোববার থেকে মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের মানতা গ্রামের হাজার হাজার মানুষ এক উৎসবে মেঠে ওঠেন। বছরের এই দিনটিতে তারা গ্রামের স্কুল মাঠে আয়োজন করেন গরুদৌড়ের।
মেলা কমিটির আহ্বায়ক হোসেন মাস্টার জানান, দেড়শ বছর ধরে এই গ্রামে গরুদৌড়ের আয়োজন করা হয়। আর একে ঘিরেই অনুষ্ঠিত হয় মেলা। মেলাটি গ্রামবাংলার লোকজ ঐতিহ্য বহন করে। জেলার বিভিন্ন গ্রাম থেকে গরু আনা হয় দৌড়ের জন্য। তাদের প্রশিক্ষণ দিয়ে তৈরিও করা হয়। আর এতে অংশগ্রহণকারী প্রত্যেককেই পুরুস্কার প্রদান করা হয়। তাছাড়া ১০ দিনব্যাপী এই মেলায় যাত্রা, জারি, সারি, বাউল গানসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
খাবাশপুর গ্রামের মঙ্গল বেপারীর ছেলে বুদ্ধু মিয়া জানান, দাদার আমল থেকে আমরা এখানে গরুদৌড়ে অংশগ্রহণ করি। একে কেন্দ্র করে এখানে হাজার হাজার মানুষের আগমন ঘটে। এটি তখন একটি নির্মল উৎসবে পরিণত হয়। আমাদের দেশীয় সংস্কৃতি তার ঐতিহ্য হারিয়ে ফেলেছে। এই দিনটিতে মানুষ তার হারানো ঐতিহ্য ফিরে পায়।
মানতা গ্রামের আলী আজম জানান, মেলার শুরুটা কেউ ভালোভাবে বলতে পারেন না। তবে লোকমুখে শোনা যায়, এই গ্রামে শাহ কানু প্রামানিক নামে একজন আধ্যাত্মিক সাধক ছিলেন। তার মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে প্রতি বছর একটি ওরশ হয়। আর এই ওরশকে কেন্দ্র করেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ সময় ২০৪০, জানুয়ারি ১৬, ২০১১