ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

ফিচার

নড়াইলে সুলতান মেলা

শরিফুল ইসলাম, নড়াইল জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫২, জানুয়ারি ২০, ২০১১
নড়াইলে সুলতান মেলা

বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৮৬তম জন্মবার্ষিকী উপলে সপ্তাহব্যাপী সুলতান মেলা শুরু হয়েছে। ২০ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে সুলতান মঞ্চে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ মসিউর রহমান।

জেলা প্রশাসন ও এস এম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গাউস, পুলিশ সুপার এস এম ফজলুর রহমান প্রমুখ।

শিল্পীর জীবদ্দশায় ১৯৯২ সালের ১০ আগস্ট নড়াইলে আনুষ্ঠানিকভাবে তার জন্মবার্ষিকী পালন শুরু হয়। ২০০১ সালে গঠিত হয় এস এম সুলতানের নামে সুলতান ফাউন্ডেশন। সেই থেকে জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশনের আয়োজনে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে প্রতি বছর এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।

মেলার বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে লাঠিখেলা, চিত্র প্রদর্শনী, কুস্তি, কাবাডি, নারীদের হ্যান্ডবল, ভলিবল প্রতিযোগিতা, সুলতান পদক প্রদান। এছাড়া প্রতিদিন সুলতানের জীবনীর উপর আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। মেলাকে প্রাণবন্ত করে তুলতে দেশের বিভিন্ন  জেলা থেকে রকমারি পসরা নিয়ে হাজির হয় ব্যবসায়ীরা।

নড়াইলের জেলা প্রশাসক ও সুলতান ফাউন্ডেশনের সভাপতি মোঃ আনোয়ার হোসেন জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যপক শিল্পী আবু তাহেরকে এ বছরের সুলতান পদক প্রদানের জন্য মনোনীত করা হয়েছে। মেলার সমাপনী দিনে এ পদক প্রদান করা হবে।

বাংলাদেশ সময় ২২৩৫, জানুয়ারি ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।