ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

ফিচার

কেমন বিএনপি চান বলতে পারেন বিকাল ৪টা পর্যন্ত

... | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩৮, ফেব্রুয়ারি ১৩, ২০১৪
কেমন বিএনপি চান বলতে পারেন বিকাল ৪টা পর্যন্ত

পাঠকের সাড়ায় বাংলানিউজ অভিভূত। তাই নাগরিক মন্তব্য গ্রহণের সময় বাড়ানো হলো দু’ ঘণ্টা।

ঘোষণা ছিলো, সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ফোন, ফ্যাক্স, মেইলে বিএনপি নিয়ে পাঠকের প্রতিক্রিয়া নেবে বাংলানিউজ। কিন্তু পাঠক আগ্রহের কারণে এখন বিকেল ৪টা পর্যন্ত মন্তব্য নেওয়া হবে।

মন্তব্যের বিষয় হলো- বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া দল গোছানোর কাজ হাতে নিয়েছেন। তৃণমূল থেকে শীর্ষপর্যায়ে দলকে ঢেলে সাজানো হবে বিএনপিকে এমনটাই জানাচ্ছেন নেতারা। দীর্ঘ পাঁচ বছর সরকারবিরোধী অবস্থানে থেকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চেয়েও শেষ পর্যন্ত ব্যর্থ হয় বিএনপি। দলের শীর্ষ নেতৃত্বের ব্যাপারেও রয়েছে নানা প্রশ্ন, সন্দেহ। এ অবস্থায় দেশের একসময়ের সবচেয়ে জনপ্রিয়, দুই দফায় নির্বাচিত হয়ে সরকার গঠনকারী বিএনপি নতুন করে গুছিয়ে ওঠার উদ্যোগ নিয়েছে। দলটির এই নতুন উদ্যোগে দেশের সাধারণ নাগরিকের মন্তব্য কি তা জানতে ও জানাতে বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র পক্ষ থেকে বুধবার থেকে শুরু হচ্ছে ‘নাগরিক মন্তব্য’ শিরোনামে বিশেষ ধারাবাহিক প্রতিবেদন। বাংলানিউজের পাঠকের মন্তব্যকেই গুরুত্ব দিযে প্রকাশ করা হবে এইসব প্রতিবেদনে। এ জন্য পাঠককে দিতে হবে কয়েকটি প্রশ্নের উত্তর-

.             কেমন বিএনপি চান? দলটির কাছে আপনার প্রত্যাশা কি?

.             বিএনপির কি দ্রুতই আন্দোলন কর্মসূচিতে যাওয়া উচিত? নাকি দলগুছিয়ে নিতেই বেশি সময় দেওয়া প্রয়োজন?

.             আপনি কি মনে করেন দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি সঠিক কাজটি করেছে?

.             বিএনপি’র মতো বড় দলের কি অর্থনৈতিক-রাজনৈতিক কর্মসূচি নিয়ে একাই এগিয়ে যাওয়া উচিত?

.             বিএনপিতে তারেক রহমানের প্রত্যাবর্তন কতটা প্রত্যাশিত?

.             আপনার কি মনে হয় প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শ থেকে বিএনপি বিচ্যুত?

 

এই প্রশ্নগুলোর উত্তর বাংলানিউজের পাঠক সরাসরি ফোন করে জানাতে পারেন নিম্নবর্ণিত নম্বরগুলোতে- গ্রামীণফোন- ০১৭৯২১০৪৪৬২, রবি- ০১৮৫১৬৯২৩৬৭, এয়ারটেল- ০১৬২১৭৪৬৯০৬, বাংলালিংক- ০১৯৫৩৮৬৫৩৮৫। ল্যান্ডলাইন ৮৪০২১৮১ ও ৮৪০২১৮২

এসব নম্বরে ফোন করলে বাংলানিউজ জেনে নেবে পাঠকের মন্তব্য। অথবা কেউ মিস কল দিলে বাংলানিউজ কর্মীরা কল ব্যাক করে কথা বলবেন। পাঠক নিজে লিখে ইমেইলও করতে পারবেন- [email protected] এই ঠিকানায়।

পাঠকের মন্তব্য নির্ভুল ও সঠিকভাবে প্রতিবেদন আকারে অনলাইনে তুলে ধরতে সার্বক্ষণিকভাবে কাজ করবে বাংলানিউজ টিম।  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।