ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

ফিচার

কাঠবিড়াল-ডায়নোসর যুদ্ধ!

জনি সাহা, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:২৩, ফেব্রুয়ারি ১৫, ২০১৪
কাঠবিড়াল-ডায়নোসর যুদ্ধ!

ঢাকা: প্রায় ২৩২ মিলিয়ন বছর আগে পৃথিবী থেকে বিলুপ্ত হওয়া ডায়নোসরের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছে কাঠবিড়ালটি। মনে প্রশ্ন আসে, এত বড় হিংস্র প্রাণীর (ডায়নোসর) সঙ্গে কীভাবে ক্ষুদ্রাকৃতির প্রাণীর যুদ্ধ হয়।

এও কি সম্ভব!

বাস্তবে বিষয়টি সম্ভব না হলেও ছবি দেখে এমনটিই মনে হচ্ছে। ছবির কাঠবিড়ালটি বাস্তব হলেও ডায়নোসরটি কিন্তু প্লাস্টিকের রেপ্লিকা মাত্র!

squirrel

প্রথমে ভয় পেলেও শেষ পর্যন্ত ভয় কাটিয়ে ডায়নোসরের ঘাড়ে উঠে বসে কাঠবিড়ালিটি। নিজের অজান্তেই এক সময় দুনিয়া কাঁপানো প্রাণীটির ঘাড়ে উঠতে সক্ষম হয়েছে সে।    

squirrel_0

যত বড় বীর হওনা কেন আমি তোমাকে ভয় পাই না। এবার হয়ে যাক সামনা-সামনি যুদ্ধ। দেখা যাক কে জয়লাভ করে?

squirrel_03_

ক্ষোভ সামলাতে না পেরে ডায়নোসরের মুখ কামড়াতে শুরু করে কাঠবিড়ালিটি। যেন যুদ্ধে হেরে আত্মরক্ষার আপ্রাণ চেষ্টা।

squirrel_04_

জিনিসটি আসল না নকল? চোয়াল দিয়ে কামড়িয়ে তাই পরীক্ষা করছে কাঠবিড়ালিটি।

squirrel_05

এত কিছু করলাম তারপরও চুপ। বিষয়টা কি, কাছে গিয়ে দেখা যাক।

৫১ বছর বয়সী চিত্রগ্রাহক ম্যাক্স ইলিয়স জুরাসিক পার্ক থেকে ছবিগুলো তুলেছেন।

বাংলাদেশ সময়: ০১২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।