ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ফিচার

যেভাবে আগলে রাখা যায় প্রেমের সম্পর্ক

অফবিট নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫
যেভাবে আগলে রাখা যায় প্রেমের সম্পর্ক ছবি: প্রতীকী

ঢাকা: একটি সুন্দর প্রেমের সম্পর্ক বজায় রাখা প্রতিটা মানুষের জন্যই গুরুত্বপূর্ণ। সে হোক দাম্পত্য জীবন অথবা খুনসুটির প্রেম।

সর্বপরি আপনার ভালোবাসা, ভালোবাসার সেই মানুষটির প্রতি সম্মান, পারস্পরিক বোঝাপড়া, সম্পর্ক উন্নয়নে একত্রে ভূমিকা রাখা প্রতিটি মানুষের জন্যই একই। আর তাই তো সরল অনুপাতে প্রেমের সম্পর্ক আগলে ও যত্নে রাখতে কিছু মৌলিকতা অবলম্বন করলেই ব্যস, সুখি! টাইম অব ইন্ডিয়ার এক প্রতিবেদনের ভিত্তিতে বিষয়টি তুলে ধরা হলো।
 
এরমধ্যে, প্রথমে নিশ্চিত করুন একে অন্যকে সময় দেওয়ার বিধান। একাকিত্ব সব জটিলতার মূল। সুতরাং মনে রাখতে হবে- ভালোবাসার মানুষটিকে যথেষ্ট সময় দিয়েই সম্পর্ক সামনের দিকে এগিয়ে নিতে হবে। ফলে আগলে থাকবে মূল্যবোধ। সুষম হবে ভালোবাসার সম্পর্ক।
 
ভাগ করে নিন ছুটির সময়গুলো। দৈনন্দিন কাজের মধ্যে খানিক অবসরের সময়গুলোকে কাজে লাগান। আর ছুটির দিন হলে তো কথাই নেই। আনন্দ ভ্রমণে চলে যান সঙ্গীর হাত ধরে। একে অপরের সঙ্গ উপভোগ করুন। এতে জীবন আরও গতিশীল হবে এবং আপনি ভালোভাবে মনোযোগীও হতে পারবেন সব ক্ষেত্রে।
 
পারিবারিক বা ব্যক্তিগত কাজে সহযোগিতার হাত বাড়ান। বিষয়টি বেশ গুরুত্ববহ। একত্রে পারিবারিক বা ব্যক্তিগত কাজে মিলিত হলে সঙ্গীর সঙ্গে বন্ধনটা আরও দৃঢ় হয়। মজবুত হয় নিজেদের মধ্যকার বিশ্বাস। এ বিষয়টির আরও একটি মাহাত্ম্য হলো, এটি একে অন্যের মধ্যে প্রেম বৃদ্ধিতে সহায়ক।
 
গুরুত্ব ও সম্মান দেখান সঙ্গীর পরিবারকে। এটি উভয় পক্ষের জন্যই প্রযোজ্য। নারী কিংবা পুরুষ- আপনার ভালোবাসার মানুষের পরিবার অর্থাৎ পরিবারের প্রতিটি সদস্যকে গুরুত্ব দিন। প্রদর্শন করুন সম্মান। আর তাতেই নিজেদের ব্যক্তিগত সম্পর্কের পাশাপাশি পক্ত হবে আপনার অবস্থানও।
 
এ রকম চারটি মৌলিক বিষয়কে মাথায় রেখে দৈনন্দিন জীবন এগিয়ে নিতে পারলেই অনেকাংশে দূর করা যাবে প্রেমের সম্পর্কের বিভিন্ন বাধা বা দূরত্ব। সেই সঙ্গে আগলে রাখা যাবে ভালোবাসা ও এর খাটি বন্ধন।

বাংলাদেশ সময়: ০২১৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।