ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ফিচার

আশ্রয়হীনদের জন্য রহস্যময় কফিন ঘর!

মীম নোশিন নাওয়াল খান, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫
আশ্রয়হীনদের জন্য রহস্যময় কফিন ঘর!

মানুষ অনেক ধরনের সামাজিক কর্মকাণ্ডই করে। তার মধ্যে কিছু আবার অদ্ভুতও হয়।

সেরকমই একটা অদ্ভুত কাণ্ড হয়েছে যুক্তরাজ্যের বেলফাস্ট শহরে। কেউ একজন সেখানে একটা কফিনের মতো বাক্স পাঠিয়ে দিয়েছে আশ্রয়হীন মানুষদের ঘুমানোর জন্য!

বেলফাস্টের যে এলাকার রাস্তায় কফিনসদৃশ বাক্সটি পাওয়া গেছে, সেখানে অনেক আশ্রয়হীন লোকের আনাগোনা। গ্রেট ভিক্টোরিয়া স্ট্রিট রেলস্টেশনের পাশে হঠাৎ এই বাক্সটি পাওয়া যায়।

৬ ফুট লম্বা ও ৩ ফুট চওড়া এই বাক্সটিতে রয়েছে প্লাস্টিকের মেঝে ও কাঠের দেয়াল। এছাড়া এখানে সোলার প্যানেলও যুক্ত করা আছে। আছে মোবাইল ফোন এবং রেডিও চার্জ দেওয়ার বন্দোবস্তও।

রহস্যজনক বাক্সটা কে বা কারা পাঠিয়েছে তা এখনো জানা যাচ্ছে না। তবে বাক্সের গায়ে লেখা রয়েছে, ‘পরীক্ষামূলক সামাজিক কার্যক্রম। অনুগ্রহপূর্বক সরাবেন না। হয়তো আপনারও এটি কখনো প্রয়োজন হতে পারে? শান্তিকে সুযোগ দিন। ’

ধারণা করা হচ্ছে কমিউনিটি গ্রুপ ‘কমন ল নর্দার্ন আয়ারল্যান্ড’ এই বাক্সটি পাঠিয়েছে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায় নি।

আশ্রয়হীন মানুষদের জন্য পাঠানো হলেও এই বাক্সটি এখনো কেউ ব্যবহার করেছে কিনা তা জানা যায়নি। এটি নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে কলিন ফিটজমারিস নামক একজন কাঠমিস্ত্রী এই উদ্যোগটিকে স্বাগত জানিয়েছেন।

শুধু তাই নয়, তিনি মনে করেন আশ্রয়হীন ব্যক্তিদের জন্য এ ধরনের আরো বাক্স তৈরি করা উচিত। তার মতে এই ধারণাটা চমৎকার। এটা করাও বেশ সহজ এবং সাশ্রয়ী। তাই কলিন ডাবলিনেও এমন বাক্স স্থাপন করার চিন্তা করছেন।

রহস্যময় ‘কফিন’ বাক্সটির ব্যাপারে তথ্য সংগ্রহ করতে চেষ্টা করছে বেলফাস্টের লোকজন। দেখা যাক, বাক্সটির ভাগ্যে কী আছে!

বাংলাদেশ সময়: ০৩০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।