ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ফিচার

ফ্রান্সের অদ্ভুত লেবু উৎসব

সানজিদা সামরিন, ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩১ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫
ফ্রান্সের অদ্ভুত লেবু উৎসব

পৃথিবীতে রয়েছে নানা ধরনের উৎসবের প্রচলন। দেশ ও সংস্কৃতিভেদে বছরজুড়ে বিভিন্ন দেশের বিভিন্ন শহরে উদযাপন করা হয় নানান উৎসব।



উৎসবে ফলের সমারোহ তো থাকেই, তবে উৎসবটাই যদি হয় ফলকে কেন্দ্র করে তবে কেমন হয় বলুন তো!

হুম উৎসবটির নামই ফল উৎসব। এই ধরুন আপনার চারপাশের বাড়ি-ঘর, দোকান-পাট আর মাঠ-প্রান্তর ছেয়ে আছে সবুজ হলুদ লেবু আর কমলায়। বাতাসে ভাসছে লেবুর মিষ্টি সুবাস। কি মন চনমনে হয়ে গেল তো!

প্রতি বছর ফেব্রুয়ারির শেষের দিকে ফ্রান্সের দক্ষিণপূর্ব উপকূল এলাকায় অনুষ্ঠিত হয় এ ফল উৎসব।


শহরটির নাম মেন্টন। ফ্রান্সের অন্যতম জনপ্রিয় এই উৎসবে ছোট্ট এই শহরটি সেজে ওঠে লেবু দিয়ে।


ফরাসিরা তাদের এই উসবের নাম দিয়েছে ফেঁ ড্যু সিটরন। জনপ্রিয় এই ফল উৎসবটি লেমন ফেস্টিভাল নামেও বহির্বিশ্বে পরিচিত।


১৯২৮ সাল থেকে ফেব্রুয়ারির শেষের দিকে ফ্রান্সের পর্যটন অফিস এ উৎসবের আয়োজন করে আসছে।


লেমন ফেস্টিভালে ১২০ টনেরও বেশি লেবু দিয়ে অঞ্চলটির বড় বড় কাঠোমো ও প্রাঙ্গণগুলোকে সাজানো হয়।


বর্তমানে ফল উৎসব বা লেমন ফেস্টিভাল কার্নিভাল অব নাইসের পর মেন্টনের দ্বিতীয় বৃহৎ উৎসব।


প্রতিবছর লেমন ফেস্টিভালের সাজসজ্জা নির্দিষ্ট থিমের ওপর নির্ভর করে করা হয়। যেমন ডিজনি, মিউজিক অব দ্য ওয়ার্ল্ড, স্পেন ইত্যাদি।
২০১৩ সালে ফল উৎসবের ৮০ বছর পূর্তি অনুষ্ঠিত হয়।


২০১৪ সালে ৮১তম উৎসবটি অনুষ্ঠিত হয় ফেব্রুয়ারির ১৫ তারিখ থেকে মার্চের পাঁচ তারিখ পর্যন্ত। সে বছর এই উৎসবের থিম ছিল জুল ভার্নের সায়েন্স ফিকশন টু ২০,০০০ লিগস আন্ডার দ্যা সি।


চলতি বছরের ১২ ফেব্রুয়ারি বেশ ঘটা করেই উদযাপিত হয়েছে চমকপ্রদ এ উৎসবটি।

বাংলাদেশ সময়: ০২৩৫ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।