ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ফিচার

বোতল কত সুন্দর হয়!

সানজিদা সামরিন, ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫
বোতল কত সুন্দর হয়!

সফট ড্রিঙ্কস বা পানি খাওয়ার পর বোতলটিকে ফেলে না দিয়ে বানিয়ে পারেন চমৎকার সব জিনিস। আবার সাজাতে পারেন ঘর।

রঙিন বোতল আর বোতলের মুখ দিয়ে কত কিছু যে বানানো যায়! চলুন শিখে ফেলি তাড়াতাড়ি।


বাড়িটা দেখুন। সাধারণ রঙিন বোতলের মুখ পেরেক দিয়ে আটকে দেয়া হয়েছে কাঠের বাড়িতে। যা নিমিষেই পাল্টে দিয়েছে বাড়ির চেহারা।


প্লাস্টিকের বোতলের নিচের অংশ কেটে বানানো হয়েছে ঝুলন্ত ঝাড়বাতি। যা ঘরে এনে দিয়েছে আভিজাত্যের ছোঁয়া।


বোতলের নিচের অংশ কেটে তাতে রং করে নিন। তারপর এঁকে নিন বিড়ালের চোখমুখ। তাতে লাগাতে পারেন পছন্দের গাছ। বারান্দায় ঝুলিয়ে দেখুনতো কত সুন্দর লাগছে কিটি টবটিকে।


ল্যাম্পশেডের ওপর বোতলের নিচের অংশ কেটে জোড়া লাগিয়ে দেখুন বাতিটা আরো মোহনীয় লাগবে।


বানাতে পারেন মনোরম জুয়েলারি স্ট্যান্ডও।


চাইলে কত্ত কিছুই না করা সম্ভব, তাই না বন্ধুরা! দেখ‍ুন এই পার্কিং শেডটাকে। অনেক অনেক বোতল জমা করে সেগুলোর নিচের অংশ রং করে বানানো হয়েছে এটা।


ওয়াল আর্টটা দেখো! বিভিন্ন সাইজের ও রঙের বোতলের মুখ জমা করে সেগুলোকে উল্টোভাবে দেয়ালে বসানো হয়েছে। আর তৈরি হয়েছে অসাধারণ ওয়াল আর্ট।


নানা রঙের বোতল মাঝ বরাবর আড়াআড়ি কেটে তাতে গাছ লাগিয়ে দেয়ালে ঝুলিয়ে বানাতে পারেন ভার্টিক্যাল গার্ডেন।

বাংলাদেশ সময়: ০২৩২ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।