ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ফিচার

গলফখেলুড়ে কুমির!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫
গলফখেলুড়ে কুমির!

ঢাকা: ফ্লোরিডার মিয়াকা পাইনস গলফ ক্লাবের মাঠ। গত রোববারের মিষ্টি সকাল।

কোর্টে ফ্ল্যাগ পোতা শেষ, বলও চলে এসেছে।

সবই ঠিকঠাক, সেদিনকার খেলা শুরু হওয়ার অপেক্ষা। হঠাৎ কোত্থেকে প্রায় এক ডাইনোসর সাইজের কুমির এসে হাজির! এসে ঘুরছে ফিরছে, বল নিয়েও এক-আধটু নাড়াচাড়া হলো। ভাবখানা এমন, যেন আজ তারই ম্যাচ রয়েছে!

আশেপাশেই ছিলেন ক্লাবটির বেশ ক’জন কর্মকর্তা। সঙ্গে সঙ্গে, ক্লিক ক্লিক ক্লিক। এমন দুর্লভ দৃশ্য কেউ ফ্রেমবন্দি করতে ভোলে!


সেই ছবি ফেসবুকে পোস্ট করা হলো। অনেক লাইক-কমেন্টও পেল। কিন্তু বেশিরভাগই দাবি করলেন, এটি ফটোশপের কারসাজি। নয়ত এরকম গলফ কোর্টে খুল্লামখুল্লাভাবে বিশাল বপু কুমির ঘুরে বেড়াবে, নিরাপত্তা বলে কি কিছু নেই নাকি!

অবিশ্বাসীদের এমন দাবি একেবারে উড়িয়েই দিলেন ক্লাবের মহাব্যবস্থাপক মাইকি জাডা।

শোনা যাক তার মুখেই, গলফ কোর্টটি একদম খোলা প্রান্তরে। এরকম অসংখ্য কুমির চারপাশে রয়েছে। মাইলের পর মাইল কোনো বাড়িও নেই। ওরা মাঝে মধ্যেই এরকম বেড়াতে আসে।

প্রায় ১৫ ফুট লম্বা এ জায়ান্ট কুমির সম্পর্কে তার ভাষ্য, ও বহু বছর ধরেই এখানে রয়েছে। ওর নাম ‘বিগ জর্জ’।

সবই বোঝা গেল, কিন্তু তাই বলে এরকম ভয় ধরানো বিশাল সব কুমির চোখের সামনে চরে বেড়াবে, তা কী করে হয়!

বেশ মজা করেই মাইকি বললেন, আপনি ওদের কী তাড়াবেন, ওরাই বরং আপনাকে তাড়িয়ে দেবে! আমরাই বরং উড়ে এসে জুড়ে বসার মতো ওদের আবাসে দখল নিয়েছি। এজন্য এইটুকু সম্মান তো ওদের করতেই হবে।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।