ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ফিচার

সুখী দম্পতি মাসে ১১ বার ভালোবাসেন!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৩ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৫
সুখী দম্পতি মাসে ১১ বার ভালোবাসেন!

জীবনের সুখ-দুঃখ ভাগাভাগি করতে অনেক স্বপ্ন নিয়ে ‘দাম্পত্য’ পর্যায়ে পা রাখেন একজোড়া তরুণ-তরুণী। কিন্তু এই দাম্পত্যে কলহ বাধলে পুরো জীবনই বিষিয়ে ওঠে।

তাই দাম্পত্য সুখী করতে টাকা-কড়ি, বাড়ি-গাড়ির নানা আয়োজন থাকে তরুণ-তরুণীদের। কিন্তু গবেষণা এতে পুরোপুরি সুখ দেখছে না। বরং স্বামী-স্ত্রীর ঘনিষ্ঠ ভালোবাসা বিনিময়েই (শারীরিক সম্পর্ক) প্রকৃত সুখ লুকিয়ে আছে বলে প্রমাণ পাচ্ছে।

গবেষণা বলছে, যারা কম ভালোবাসছেন তাদের চেয়ে যারা বেশি ভালোবাসছেন তারা দাম্পত্য অনেক বেশি সুখে কাটাচ্ছেন। দৈনন্দিন ব্যস্ততা অনেক বেশি থাকলেও মাসে অন্তত ১১ বার সঙ্গীকে ঘনিষ্ঠভাবে ভালোবাসতে হবে।

এই গবেষণা চালিয়েছেন নিউইয়র্ক টাইমসের খ্যাতনামা লেখক, আইনজীবী, ফ্যামিলি কাউন্সেলর ও সাইকোথেরাপিস্ট এম গ্যারি নিউম্যান।

মোট ৪০০ জন নারীকে সুখী ও অসুখী ভাগে বিভক্ত করে সমীক্ষা চালান নিউম্যান। ফলাফলকে উদ্ধৃত করে তিনি বলেন, অনেক নবদম্পতি সাধারণত মাসে ৩-৪ বার শারীরিক ভালোবাসা বিনিময় করেন। তারা যদি অন্তত মাসে ১১ বার ভালোবাসেন, তবে নারী সঙ্গীটি মানসিকভাবে সুস্থ থাকেন।

নিউম্যানের মতে, বিয়ের প্রথম দুই বছর দম্পতিদের একটু বেশি ভালোবাসা বিনিময় করা উচিত্‍। এতে সম্পর্কে অন্তরঙ্গতা ও উত্তেজনা বজায় থাকে।

তার গবেষণা মতে, যে নববিবাহিত অথচ অসুখী দম্পতি কম শারীরিক সম্পর্কে জড়িয়েছেন তাদের জীবনে মানসিক চাপ, আর্থিক চিন্তা, অনিদ্রার মত সমস্যা বেড়েছে।

এছাড়া, স্বামী, স্ত্রী উভয়কেই কোনোরকম ভার্চুয়াল সম্পর্ক বা অনলাইন বন্ধুত্বে যেতে নিষেধ করেন গবেষক নিউম্যান।

বাংলাদেশ সময়: ০০৪২ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।