ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ফিচার

সৌখিন মাছের খোঁজে কাটাবনে

নাজমুল হাসান, ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৩ ঘণ্টা, মে ৪, ২০১৫
সৌখিন মাছের খোঁজে কাটাবনে

ঢাকা: শহরতলীর ইট-পাথরের দালানে প্রাণের ছোঁয়‍া দিতে অনেকেই বাড়ির বারান্দাকে বদলে দিচ্ছেন এক টুকরো বাগানে। আবার অনেকেই পুষছেন পোষা প্রাণী।

প্রাণ আর প্রাণীর প্রসঙ্গ যখন এলো, তখন অ্যাকুয়ারিয়ামের কথাইবা বাদ যাবে কেন! ঘরের পরিবেশকে নিমিষেই প্রাণবন্ত করে তুলতে পারে আপনার ঘরের কোণে রাখা স্বচ্ছ অ্যাকুয়ারিয়ামের সুন্দর মাছগুলো।  

কোনোটার রঙ নীল, কোনোটার লাল। রয়েছে ধবধবে সাদা ও ডোরাকাটা বাহারি রঙের সামুদ্রিক মাছও। শুধু ঘরের সৌন্দর্য্যই নয়, অনেকে শখের বসেও পোষেন এসব মাছ। যারা ঘরে অ্যাকুয়ারিয়াম রাখতে চান, তাদের জন্য প্রয়োজনীয় কিছু তথ্য।

কোথায় পাবেন
ঢাকার মৌচাক, গুলশান, ফার্মগেট, ধানমন্ডি ও বাড্ডাসহ বিভিন্ন জায়গায় অ্যাকুয়ারিয়াম ও অ্যাকুয়ারিয়ামের আনুষঙ্গিক সামগ্রী পাওয়া যায়। তবে সুলভ মূল্যে পছন্দসই সৌখিন মাছ ও অ্যাকুয়ারিয়াম কিনতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন ‘কাটাবন ফিশ অ্যান্ড পেট অ্যানিম্যাল মার্কেট’ ঘুরে দেখতে পারেন।

দরদাম
এই মার্কেটে বেশ কিছু অ্যাকুয়ারিয়ামের দোকান রয়েছে। এসব দোকানে বিভিন্ন ধরনের রঙিন ও ছোট-বড় সৌখিন মাছের সংগ্রহ রয়েছে।

এখানকার ‘ফিশ অ্যাকুয়ারিয়াম’ দোকানের সত্ত্বাধিকারী মোহাম্মদ বাবুল জানান, জোড়া প্রতি ছোট গোল্ডফিশের দাম ১শ’ থেকে ১শ’ ২০ টাকা ও জোড়া প্রতি বড়  গোল্ড ফিশের দাম ১শ’ ৬০ থেকে ২শ’ টাকা। এছাড়াও রয়েছে কমেট ফিশ। জোড়া কমেট ফিশের দাম ৮০ থেকে ১শ’ ৬০ টাকা। প্রতি জোড়া ছোট এঞ্জেল ফিশ ১শ’ থেকে ১শ’ ২০ টাকা, যেখানে বড় এঞ্জেল ফিশ পড়বে  ৬শ’ থেকে ৮শ’ টাকা। জোড়া প্রতি ছোট ব্ল্যাক মোর ফিশের দাম ১শ’ টাকা। বড় পিরানা ব্ল্যাক ফিশ জোড়ায় তিন হাজার টাকা আর ছোটটা পড়বে ২৪শ’ টাকা। এছাড়া আপনি চাইলে জোড়া না কিনে সিঙ্গেল পিস মাছও কিনতে পারেন। সেক্ষেত্রে জোড়া হিসেবের অর্ধেক দাম পড়বে।

বাবুল  আরও জানান, এখানে গোল্ডফিশ রয়েছে ২০ প্রজাতির, এঞ্জেল ফিশ রয়েছে পাঁচ প্রজাতির, ব্যাক মোর রয়েছে পাঁচ প্রজাতির। অর্থাৎ একই মাছের বিভিন্ন প্রজাতি এখানে পাওয়া যাবে। তবে যে মাছের প্রজাতি যত বেশি তার দামও তত বেশি।

মাছ ছাড়াও এখানকার দোকানগুলোতে পাওয়া যাবে রঙ-বেরঙের কচ্ছপছানা। ছোট কচ্ছপের মূল্য ৩শ’ টাকা ও বড় কচ্ছপ পাবেন ৫শ’ থেকে ৬শ’ টাকার মধ্যেই।


অ্যাকুয়ারিয়াম
এবার আসি অ্যাকুয়ারিয়াম প্রসঙ্গে। মাছ কেনার পর সেগুলো কেমন অ্যাকুয়ারিয়ামে রাখবেন সেটাও তো ভাববার বিষয়। কাঁটাবনের এ দোকানগুলোতেই পেয়ে যাবেন কাচের তৈরি ছোট-বড় নানারকম  অ্যাকুয়ারিয়াম।

বিভিন্ন দোকান ঘুরে জানা যায়, এখানে এক ফুট প্রশস্থের অ্যাকুয়ারিয়ামের দাম পড়বে ১শ’ আর দেড় ফুট মাপের অ্যাকুয়ারিয়াম ৩শ’ ৫০ টাকা। দুই থেকে পাঁচ ফুটের একটু বড় আকারের অ্যাকুয়ারিয়ামের দাম ৯শ’ থেকে আট হাজার টাকা পর্যন্ত। ছোট কাঁচের পাত্রের মতো অ্যাকুয়ারিয়ামগুলোর দাম দেড়শ টাক‍া থেকে ২শ’ টাকা।

এছাড়াও আপনার পছন্দসই অ্যাকুয়ারিয়ামের অর্ডারও দিতে পারেন। এসব বড় অ্যাকুয়ারিয়ামের ভারসাম্য ধরে রাখতে  আকার ও ধরন অনুযায়ী কাঠের ফ্রেম পাওয়া যায়।

এ বিষয়ে প্রিভেল এন্টারপ্রাইজের মতিয়ার রহমান জানান, অ্যাকুয়ারিয়ামের জিনিসপত্রের দাম আগের তুলনায় অনেক কমে গেছে। কারণ, আগের তুলনায় এখন ক্রেতার সংখ্যা অনেক কম।

আনুষঙ্গিক
অ্যাকুয়ারিয়াম সাজানোর ছোট পাথর, মার্বেল, কৃত্তিম ঘাস, লতাপাতাসহ নানা উপকরণ এসব দোকানেই পেয়ে যাবেন। এখানে প্রতি প্যাকেট পাথর পাবেন ৮০ টাকা করে। নানা রঙের মার্বেল পেয়ে যাবেন ১শ’ টাকার মধ্যেই।

মাছের যত্ন
অ্যাকুয়ারিয়ামে মাছ বা জলজ প্রাণী রাখতে হলে এসবের বিশেষ যত্নও নেওয়া প্রয়োজন। অনেক সময় পানি বদলে না দিলে বা প্রয়োজনীয় যত্ন না নিলে মাছ নানা রোগে আক্রান্ত হয়ে পড়ে।  

এ নিয়ে এটলান্টিস অ্যাকুয়ারিয়ামের সত্ত্বাধিকারী সোহান আহমেদ রানা জানান, নিয়মিত পানি পরিবর্তন না করলে বা মাছের যত্ন না নিলে লেজ পঁচা, হোয়াইট স্পট বা আইচ রোগ দেখা দেয়। সঠিক সময়ে মাছের খাবার দেওয়ার ক্ষেত্রেও সচেতন হতে হবে।

আর পানিতে প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ হচ্ছে কিনা, সে দিকেও খেয়াল রাখা প্রয়োজন। অক্সিজেন সঠিকভাবে পাওয়ার জন্য একটি অক্সিজেন মোটর লাগিয়ে নিলে ভালো হয়। ২শ’ থেকে ৩শ’ টাকার মধ্যেই মোটর পাওয়া যাবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০০৫০ ঘণ্টা, মে ০৪, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।