ঢাকা: নারী-পুরুষ ব্যস্ততা সবার। মিলেমিশে কাজ করছেন, সবাই সমান।
বুধবার (০৬ মে) রাজধানীর মানিকদি এলাকায় দেখা যায় এমনই কর্মযজ্ঞ।
দেশব্যাপী এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। সবকিছু অনুকূলে থাকায় গত বছরের মতো এবারও আবাদ ছাড়িয়ে গেছে লক্ষ্যমাত্রা। সম্ভাবনা রয়েছে উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়ানোর। এ বাম্পার ফলনের আওতা থেকে বাদ যায়নি ঢাকাও।
এখানে নারী-পুরুষ নির্বিশেষে ধান কেটেছেন। এবার ধান মাড়াই করার পালা। তবে বদলেছে মাড়াই পদ্ধতি। কাটা ধান একত্র করে ড্রামের মধ্যে বাড়ি দিচ্ছেন, এতে ঝরে পড়ছে ধান।
নারীরা আবার সে ধান কুলা দিয়ে ঝেড়ে নিচ্ছেন। এরপর রোদে দিচ্ছেন শুকাতে।
বোরো ধান বা বাসন্তিক ধান বাংলাদেশের ধানের একটি জাত। হাওর বা বাঁওড় শব্দ থেকে বোরো শব্দের উৎপত্তি। বোরো ধানগুলো এককালে আমাদের দেশে হাওর ও বাঁওড় এলাকায় চাষ হতো। বর্তমানে সেচের বিস্তার হওয়ায় অন্যান্য উঁচু জমিতেও এর চাষ হচ্ছে।
উৎপাদনের সময়ের ওপর নির্ভর করে ধানের প্রধান যে তিনটি শ্রেণিভেদ করা হয়, বোরো তাদের অন্যতম। বোরোর মৌসুম শুরু হয় আমনের মৌসুম শেষ হবার পরে। ধান রোপণ শুরু হয় বাংলা কার্তিক (অক্টোবর-নভেম্বর) মাস থেকে এবং ধান কাটা হয় বাংলা বৈশাখ (এপ্রিল-মে) মাসে।
বাংলাদেশ সময়: ০১৫৭ ঘণ্টা, মে ০৭, ২০১৫
আইএ