ঢাকা: শীত এলেই সেজে ওঠে ব্রুজেস শহর। বড়দিনের আগ থেকেই উত্তর-পশ্চিম বেলজিয়ামের এই শহরটি ঝলমল করে ওঠে উৎসবের সাজে।
কেন্দ্রীয় শহর থেকে মাত্র পাঁচ মিনিটের হাঁটাপথ ব্রুজেসের স্টেশন স্কয়ারের মূল স্টেশন ভবনের সামনে ঝকঝকে আলোকিত চারপাশ। স্বচ্ছ কাচের মতো বরফে তৈরি ভাস্কর্যগুলোর গায়ে আলো পড়তেই উজ্জ্বল হয়ে যায় চারপাশের সবকিছু।
অসম্ভব সুন্দর আর কী নিপুণ কারুকাজ। নিখুঁত এই শিল্পে মুগ্ধ না হয়ে উপায় নেই! এরই নাম ‘স্নো অ্যান্ড আইস ফেস্টিভাল’।
ব্রুজেসের বাৎসরিক ঐতিহ্যবাহী এ উৎসবটি প্রতিবছর নভেম্বরে শুরু হয় ও জানুয়ারি পর্যন্ত স্থায়ী থাকে। এসময় বরফ দিয়ে তৈরি করা হয় বিভিন্ন ভাস্কর্য, যেগুলোতে ফুটিয়ে তোলা হয় বিখ্যাত সব কল্পকাহিনীর টুকরো টুকরো গল্প।
প্রতি বছরই এ বরফ উৎসবের থিম বদলায়। ২০১২ সালে উৎসবের থিম ছিলো হ্যারি পটার, লর্ড অব দ্য রিংস ও হবিট। ২০১৩ সালে প্রাধান্য পায় ডিজনির ফ্রোজেন মুভির চরিত্রগুলো।
সবশেষ ২০১৪ সালের নভেম্বরের ২১ তারিখে অনুষ্ঠিত বরফ উৎসবের বিষয়বস্তু ছিলো ল্যান্ড অব দ্যা হবসের বিভিন্ন চরিত্র যেমন- পরি, ডাইনি, শিকারি. জাদুকর, শয়তান ও অন্যান্য কাল্পনিক চরিত্রগুলো।
সবকিছু মিলিয়ে যা তৈরি করা হয়েছিলো চমৎকার স্বপ্নীল এক পরিবেশ। এসবের পাশাপাশি আরও ছিলো বিগত বছরের স্নো অ্যান্ড আইস ফেস্টিভালের ভাস্কর্যগুলোও।
চলতি বছরের ৪ জানুয়ারি এ উৎসব শেষ হয়।
তাহলে অপেক্ষা ফের নভেম্বরের। দেখা যাক এবারের উৎসবে ঠাঁই পাচ্ছে কোন কল্পকাহিনী আর গল্পগাথা!
তথ্যসূত্র: ইন্টারনেট।
বাংলাদেশ সময়: ০১৫৫ ঘণ্টা, মে ০৭, ২০১৫
এএ